Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

দেশের কোভিড পরিস্থিতি স্বস্তিজনক হলেও উদ্বেগ প্রতিবেশী চিনে! লকডাউন আরও একটি শহরে

করোনা মহামারী কমতে থাকছে ভারতে। বেশ অনেকদিন ধরেই করোনা গ্রাফ নিম্নমুখী দেখেই বোঝা যাচ্ছে যে করোনা খুব শীঘ্রই ভারত থেকে চলে যাবে। এই সপ্তাহের শুরুর দিনেই বেশ অনেকটা কমলো করোনার সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২৭০ জন, মৃত্যু হয়েছে ৩১ জনের গত ২৪ ঘণ্টায়। করোনার এক্টিভ কেসের পাশাপাশি পজিটিভিটি রেটও অনেকটাই কমেছে। তবে আবারও চিনে শুরু হয়েছে করোনার দাপট, যদিও ভারতে এখনও কিছু তেমন ভয়ের কারণ নেই। চীনের সর্ববৃহৎ ব্যবসা কেন্দ্রিক শহর সাংঘাইয়ে খুব ভয়ঙ্কর অবস্থা যে সেখানে লকডাউন ডেকেছে আবারও।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান থেকে পাওয়া খবর অনুযায়ী, দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা এই মুহূর্তে ১৫,৮৫৯। যা মাত্র ০.০৪ শতাংশ মোট আক্রান্তের তুলনায়। মহামারীর কবল থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৫৬৭ জন। সুস্থতার হার এ নিয়ে বেড়ে দাঁড়াল ৯৮.৭৫ শতাংশ।

এদিকে, আরও জোর দেওয়া হচ্ছে টিকাকরণে (Corona vaccination) করোনা মোকাবিলায়। গত সপ্তাহে ১০০ শতাংশ টিকাকরণ হয়ে গিয়েছে মুম্বইয়ে বলে দাবি প্রশাসনের। ৪,২০,৮৪২ জন গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন। দেশে এখনও পর্যন্ত ভ্যাকসিনের ১৮৩,২৬,৩৫, ৬৭৩ টি ডোজ দেওয়া হয়েছে। ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরন চলছে। এছাড়াও বছর ষাটের উপর বয়স যাদের তাদের বুস্টার ডোজ চলছে। আগামী জুনই আছড়ে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ। তার আগে যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছে কেন্দ্র দেশবাসীর প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে।

Related posts

হাজার চেষ্টা করেও কিছুতেই ওজন কমছিল না! অবসাদে ১১ তলা থেকে ঝাঁপ দিলেন ব্যাক্তি

News Desk

রহস্যময় এই মন্দিরে কোনও প্রসাদ বিতরণ করা হয় না! কারণ জানলে অবাক হবেন!

News Desk

বাজারে ৫০০ টাকার জাল নোটে ছড়াছড়ি, চেনার ৭টি উপায় জানালো RBI

News Desk