Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

আবারও স্বস্তি করোনার দৈনিক সংক্রমণ থেকে, অ্যাকটিভ কেস কমলো একলাখের নীচে

বেশ কিছুদিন ধরেই ধীরে ধীরে করোনা ভাইরাসের সংক্রমণ কমার ইঙ্গিত মিলছিল। রবিবারের পরিসংখ্যানে সেটা স্পষ্টভাবে ধরা দিল। দীর্ঘদিন বাদে দেশের দেশের অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়াল এক লক্ষের নিচে। শুধু তাই নয়, নিম্নমুখী দেশের দৈনিক আক্রান্তের সংখ্যাও।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৩৯ জন। গতকাল সংখ্যাটা ছিল ১৩ হাজারের বেশি। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ৯৯ হাজার ৮৭৯ জন। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৩ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৩৩২।

মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৭ লক্ষ ১২ হাজার ২১৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৫৯ শতাংশ। সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিললেও চিন্তা বাড়ছে রাজধানী দিল্লির পরিস্থিতি নিয়ে। গত ২৪ ঘণ্টায় স্রেফ রাজধানীতে আক্রান্ত হয়েছেন ১১০৯ জন। মৃত্যু হয়েছে ৯ জনের। দিল্লিতে ওমিক্রনের নতুন কোনও সাব ভ্যারিয়েন্ট কাজ করছে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২০৯ কোটি ৬৭ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ২৬ লক্ষ। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ৭ হাজার ৬৮০ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

Related posts

ব্রাশ করার সময় বাথরুমে পা পিছলে বিপত্তি! তরুণীর গাল ফুঁড়ে বেরোলো ব্রাশ, তারপর…

News Desk

পাকিস্তানে হিন্দু যুবককে জোর করে দেব-দেবীর নামে কুকথা বদলে আল্লাহূ আকবর বলায় বাধ্য, গ্রেফতার ১

News Desk

নেশায় বুঁদ স্টেশন মাস্টারের ঘুমের ঠেলা , দেড় ঘণ্টা স্টেশনে দাড়িয়ে থাকল একাধিক এক্সপ্রেস ট্রেন!

News Desk