Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

হঠাৎ করেই আবারও উর্দ্ধমুখী করোনা সংক্রমণের গ্রাফ, বাড়লো দৈনিক আক্রান্তের সংখ্যা

কোনও ভাবেই যেন শেষ হচ্ছেনা করোনার সাথে লড়াই। যখনই মনে হয় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আছে তখনই আবার বাড়াবাড়ি শুরু হয় করোনার। যে কারণে দেশের গত কয়েকদিন সংক্রমণ কম থাকলেও আবারও তা হঠাৎ করেই তা বৃহস্পতিবার ফের একধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে আর দৈনিক করোনা আক্রান্ত ২ হাজার অনেকটা বেশি হয়েছে গেছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৬৪ জন গত ২৪ ঘণ্টায়। গতকালের নিরিখে যা অনেকটাই বেশি রয়েছে। বর্তমানে দেশে ১৫ হাজার ৪১৯ জন করোনার অ্যাকটিভ কেস। যা একটু হলেও কম গতদিনের তুলনায়। আপাতত ০.০৪ শতাংশ দেশে অ্যাকটিভ কেসের হার। রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে , করোনায় একদিনে ১০ জন প্রাণ হারিয়েছেন। যা গতদিনের প্রায় সমান। কোভিডে মোট মৃতের সংখ্যা দেশে এখনও পর্যন্ত ৫ লক্ষ ২৪ হাজার ৩০৩ জন।

সুস্থতার হারের রিপোর্ট অনুযায়ী, ৪ কোটি ২৫ লক্ষ ৮৯ হাজার ৮৪১ জন দেশে এখনও পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২ হাজার ৫৮২ জন। ৯৮.৭৫ শতাংশ সুস্থতার হার।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া রিপোর্ট থেকে বোঝা যাচ্ছে যে , দেশে ১৯১ কোটি ৭৯ লক্ষের বেশি ডোজ করোনার টিকা এখনও পর্যন্ত (Corona Vaccine) দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩ লক্ষের বেশি গতকাল ভ্যাকসিন পেয়েছেন। দেশে করোনা পরীক্ষা হয়েছে ৪ লক্ষ ৭৭ হাজার ৫৭০ জন গত ২৪ ঘণ্টায়।

Related posts

সরস্বতী পুজোয় আরেকজনের সাথে ‘প্রেমিকা’! দেখতে পেয়ে মারাত্বক কান্ড ঘটালেন ক্লাস ইলেভেনের ছাত্র

News Desk

জানেন! প্রতি পাঁচ জন মহিলার মধ্যে এক জন মহিলা নিজের যৌন জীবনে অতৃপ্ত থাকেন!

News Desk

চুমুতে প্রকাশ পায় ভালোবাসা , ফ্রেঞ্চ কিস , অ্যাঞ্জেল কিসিং, জেনে নিন বিভিন্ন চুমুর রকমভেদ

News Desk