লাগাতার ২ দিন পরপর ১ লাখের গন্ডির নিচেই রইলো দৈনিক করোনা সংক্রমন। হ্রাস পাচ্ছে করোনার করাল গ্রাসে পরে মৃতের সংখ্যাও। পাশাপাশি ২ হাজারের আশেপাশে রইলো দৈনিক মৃতের সংখ্যা। সব মিলিয়ে পরিস্থতি আস্তে আস্তে শুধরাচ্ছে দেশে। করোনার দ্বিতীয় ঢেউয়ের মারাত্মক ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ভারত। বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন মে মাসে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমনের সংখ্যা সর্বোচ্চ সীমা ছোঁবে। তার পর আস্তে আস্তে পরিস্থতি ভালো হবে। দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি সেই ইঙ্গিতই দিচ্ছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৫৯৬ জন মানুষ। প্রায় ২ মাস পর লাখের নিচে নামছে দৈনিক করোনা সংক্রমন। এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৮৬ হাজার ৪৯৮ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ কোটি ৯০ লক্ষ ৮৯ হাজার ৬৯ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হেলথ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৬৬৪। এই নিয়ে ভারতে মোট করোনা কে জয় করেছেন ২ কোটি ৭৫ লক্ষ ৪ হাজার ১২৬ জন।
দুর্ভাগ্য বশত করোনার হানায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ২১৯ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের গত ২৪ ঘণ্টার রিপোর্ট কে ধরে এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৫৩ হাজার ৫২৮ জন হতভাগ্যের।
লাগাতার নিন্মমুখী করোনা আক্রান্তের সংখ্যা এবং ঊর্ধ্বমুখী সুস্থতার সংখ্যা রাশ টানছে ভারতের বর্তমান সক্রিয় করোনা রোগীর সংখ্যা তেও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের থেকে প্রকাশিত মঙ্গলবারের পরিসংখ্যান বলছে , দেশে এখন অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১২ লক্ষ ৩১ হাজার ৪১৫ জন।
পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে দেশ জুড়ে চলছে টিকাকরণ কর্মসূচিও। সাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী এখনও অবধি টীকা পেয়েছেন ২৩কোটি ৯০ লাখ ৫৮ হাজার ৩৬০ জন মানুষ।