Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

স্বস্তি জাগিয়ে নিম্নমুখী দেশের করোনা সংক্রমণ! কমছে সক্রিয় রোগীর সংখ্যাও

দেশে ধীরে ধীরে কমছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত 24 ঘন্টায় দেশে 2,34,281 টি নতুন করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে (Corona Virus Case)। গত 24 ঘন্টায় অবশ্য করোনা ভাইরাসের হানায় 893 জন প্রাণ হারিয়েছেন। সস্তির খবর হল একদিনে এই সংক্রমণ থেকে 3,52,784 জন সুস্থ হয়েছেন। অর্থাৎ সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে (Covid Active Case in India)। প্রসঙ্গত শনিবারের তুলনায় রবিবার অর্থাৎ আজ করোনা নতুন কেস 0.5% কম, তবে মৃতের সংখ্যা বেশি। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, করোনা আক্রান্তের সক্রিয় রোগীর সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে 18 লাখ 84 হাজার 937 জনে। পজিটিভিটি রেটও 14.50 শতাংশে নেমে এসেছে।

ভারতবর্ষে মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত করোনার 4,10,92,522 টি কেস নথিভুক্ত হয়েছে। এর মধ্যে 3,87,13,494 রোগী করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন, যার মধ্যে 4,94,091 জন করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন। প্রসঙ্গত এই সময়ের মধ্যে ভারতবর্ষে, 72,73,90,698 করোনার নমুনা পরীক্ষা নেওয়া হয়েছে। বর্তমানে, দৈনিক পজিটিভিটি রেট 14.50% এবং সাপ্তাহিক পজিটিভিটি রেট 16.40%। দেশে বর্তমান সুস্থতার হার হচ্ছে 94.21%।

জানিয়ে রাখি, দেশ থেকে করোনা নির্মূলে সরকার প্রতিনিয়ত টিকাদান অভিযান চালাচ্ছে। এই টিকা অভিযানে ব্যাপক গতিতে মানুষকে টিকা দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত, দেশে 165.70 কোটিরও বেশি মানুষ ভ্যাকসিন পেয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছেন যে, ‘এখন পর্যন্ত দেশের 75% টিকা নেওয়ার যোগ্য লোক করোনা ভ্যাকসিনের দুটি ডোজই পেয়েছেন।’

Related posts

ফোন করে জানতে চাইছে বুস্টার ডোজ নেবেন কিনা? সাবধান, পাতা হতে পারে প্রতারণার ফাঁদ

News Desk

জন্মের পরে মৃত ঘোষণা নবজাতককে! দাফনের ১ ঘণ্টা পর কবর থেকে বেঁচে উঠলো শিশু

News Desk

পোশাক নয় তার পরিবর্তে অদ্ভুত ভাবে নিজের শরীর ঢেকে রাখে এই মডেল! শুনলে অবাক হবেন

News Desk