পরপর ২ দিন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা বেশি হওয়ার পর আজ আবার কমলো সংক্রমন। দেশের করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক এখনও। কিন্তু সংক্রমনে কিছুটা লাগাম পাওয়ায় আস্তে আস্তে জনজীবন স্বাভাবিক করার পথে হাঁটছে বহু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল। এর পরই পরপর ২ দিন চিন্তা বাড়িয়ে বেড়েছিল দৈনিক সংক্রমন।
কিন্তু এর পরেই কিছুটা আশার আলো দেখিয়ে গতকালের তুলনায় সামান্য হলেও কম হল দৈনিক মৃত্যু এবং করোনা আক্রান্তের সংখ্যা।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন। এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতে করোনা সংক্রমণের সংখ্যা ছিল ১ লক্ষ ৩৪ হাজার ১৫৪ জন। বুধবার করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৩২ হাজার ৭৮৮ জন। এই নিয়ে ভারতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৫ লক্ষ ৭৪ হাজার ৩৫০ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন ২ লক্ষ ৭ হাজার ৭১ জন। এই নিয়ে ভারতে মোট করোনা কে জয় করেছেন ২ কোটি ৬৫ লাখ ৯৭ হাজার ৬৫৫ জন।
দেশে রোজই কিছু কিছু করে কমছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা। গত কালের সুস্থ্যতার পর দেশের বর্তমান সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৬ লাখ ৩৫ হাজার ৯৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার করাল গ্রাসে মৃত্যু হয়েছে ২ হাজার ৭১৩ জনের। এই নিয়ে ভারতে করোনার মোট শিকার ৩ লাখ ৪০ হাজার ৭০২ জন।
তৃতীয় ঢেউ কে প্রতিরোধ করতে চলছে টিকা করণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেশে টিকা নিয়েছেন ২২ কোটি ৪১ লাখ ৯ হাজার ৪৪৮ জন।