Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

৭৫ দিন পরে দৈনিক করোনা সংক্রমণ ষাট হাজারের গন্ডিতে , কমছে মৃত্যুর সংখ্যাও

সস্তি জাগিয়ে ক্রমশই কমছে দৈনিক করোনা সংক্রমনের গ্রাফ। আজ মঙ্গলবারও আবারও নামলো দেশের করোনায় দৈনিক আক্রান্তের গ্রাফ। দীর্ঘ ৭৫ দিন পর দেশে সর্বনিম্ন দৈনিক করোনা সংক্রমণ। কড়া লকডাউন , সামাজিক দুরত্ব বিধি মেনে চলা , টীকা করণ সব কিছুরই সুফল হাতে নাতে মিলছে। দ্বিতীয় ঢেউয়ের সর্বাধিক সংক্রমনের সময় পার করে এসেছে দেশ , এমনটাই মত বিশেষজ্ঞদের।

Covid cases of India on 13th June

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬০ হাজার ৪৭১ জন। যা গতকাল ছিল ৭০ হাজার ৪২১ জন। এই নিয়ে পর পর ৮ দিন লাগাতার লাখের নিচেই রইলো নতুন করে করোনা আক্রান্তের সংখ্যাও। এই নতুন ৬০ হাজার ৪৭১ জন করোনা আক্রান্ত কে নিয়ে দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ২ কোটি ৯৫ হাজার ৭০ লক্ষ ৮৮১ জনে।

দৈনিক মৃত্যুর সংখ্যা হ্রাস পেলেও আড়াই হাজারের বেশি মানুষ গত ২৪ ঘন্টায় করোনার বলি হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় মৃত্যুর (Daily Death Toll) সংখ্যা ২ হাজার ৭২৬ জন। এই নিয়ে দেশে করোনাতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৭৭ হাজার ৩১ জনের।

দৈনিক সংক্রমন কম হওয়ায় আশা জাগাচ্ছে পরিস্থিতি , দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে দেশ। আস্তে আস্তে কমছে দেশের অ্যাক্টিভ করোনা কেসের সংখ্যা। দেশে বর্তমান সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দশ লক্ষের নিচে দাড়িয়েছে। দেশের এখন মোট অ্যাক্টিভ কেস ৯ লক্ষ ১৩ হাজার ৩৭৮ জন -এ।

এরই মধ্যে ভারতে এই মারণ ভাইরাসকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৫ লক্ষ ৭০ হাজার ৮৮১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা থেকে মুক্তি পেলেন ১ লক্ষ ১৭ হাজার ৫২৫ জন। দেশে সুস্থতার হার বেড়েছে ৯৫.২৬ শতাংশ।

এই যাবৎ দেশে মোট ভ্যাকসিন নিয়েছেন ২৫ কোটি ৯০ লক্ষ ৪৪ হাজার ৭২ জন।

Related posts

একাকীত্ব কাটাতে এই ব্যাক্তি পুতুলকেই বানিয়ে ফেললেন প্রেমিকা! কিভাবে চলছে পুতুলের সাথে প্রেম

News Desk

হস্তীর মৃত শরীরের উপর সিংহবাহিনী দেবী! কে এই দেবী জগদ্ধাত্রী?

News Desk

১০ বছর ধরে খই মুড়ি খেয়ে দিন গুজরান, শান্তিপুরের অত্যন্ত মেধাবী বিজ্ঞান শিক্ষকের করুণ অবস্থা

News Desk