Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমছে, কিন্তু দৈনিক মৃত্যুর গ্রাফ সেই ঊর্ধ্বমুখী

আবারও বাড়ল দৈনিক মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৪ হাজারের বেশি মানুষ মারা গেল করোনার কারনে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৯ জনের। তবে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা গতকালের চেয়ে বেশ কিছুটা কম। করোনা আক্রান্তের সংখ্যার কিছুটা হ্রাস সাময়িক স্বস্তির বার্তা দিলেও, কপালে ভাঁজ ফেলছে দৈনিক মৃতের সংখ্যা। 

করোনা-র-দ্বিতীয়-ঢেউয়ে-অল্পবয়সীরা-আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিডে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৫৯১ জন মানুষ। আর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কোভিড থেকে মুক্ত হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ২৯৫ জন। এই নিয়ে এই দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৯৯১ জনে। এখনও অবধি করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ২ কোটি ২৭ লক্ষ ১২ হাজার ৭৩৫ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা এই নিয়ে হলো ২ লাখ ৯১ হাজার ৩৩১ জনে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী অ্যাক্টিভ সংখ্যা ৩০ লাখ ২৭ হাজার ৯২৫। বেশ কিছু দিন ধরে দৈনিক সুস্থতার সংখ্যা, দৈনিক আক্রান্তের সংখ্যা থেকে বেশি হওয়ায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমলেও, বেশ কয়েক দিন ধরে দেখা যাচ্ছে বেড়েই চলেছে দৈনিক মৃতের সংখ্যা। বহু দিন ধরে লক্ষ্ লক্ষ মানুষ কোভিডের সাথে যুঝছে, তাই বাড়ছে মৃতের সংখ্যা। কেনোনা করোনার সঙ্গে তাদের শরীর যুঝতে পারছেন না। সংক্রমিত হচ্ছে ফুসফুস। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেশে ভ্যাকসিন পেয়ে গিয়েছেন ১৯ কোটি ১৭ লক্ষ ৭৯ হাজার ৫০৩ জন। দেশের বেশিরভাগ রাজ্যে লকডাউন ও ভ্যাকসিনেশন কর্মসূচি বেশ কিছুটা এগিয়ে যাওয়ায় করোনা আক্রান্তের সংখ্যা কমছে। তবে এরই মধ্যে চিন্তা বাড়িয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। যার জন্যও মৃত্য ঘটছে বহু মানুষের।  

Related posts

লন্ডনগামী প্লেনে যাত্রীদের হানা দিল লাখ লাখ পিঁপড়ে! মাঝ আকাশে থেকে ফেরাতে হল বিমান

News Desk

অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্বামীকে আবিষ্কার করলেন স্ত্রী! উভয়কে দিলেন চরম শিক্ষা

News Desk

কোভিডে দুটি অ্যান্টিবডি ব্যবহারের বিরুদ্ধে পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার, এর অর্থ কী, জেনে নিন

News Desk