Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সুখবর! ৪৪ দিনে দেশে সব চেয়ে কম করোনার সংক্রমণ

করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপট হয়তো এবারে নিন্মমুখী। এমনটাই আশা জাগাচ্ছে শেষ কিছুদিনের করোনা সংক্রমনের ঢেউ। লাগাতার করোনা গ্রাফ নামছে নিচের দিকে। ভারতে জোর কদমে চলছে টিকা করণও। দেশ জুড়ে আর তাতেই তৈরী হচ্ছে আশা।

এক মাসের ভেতরে অন্তত ৩০০টি মৃতদেহ পোঁতা হয়েছে উন্নাও গঙ্গার চরের বালিতে, 'করোনা নয়' বলছে স্থানীয়রা

গত দেড় মাসে সব থেকে নিচে নামলো সংক্রমনের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা সংক্রমন হয়েছে ১ লক্ষ ৮৬ হাজার ৩৬৪ জনের। তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবারে এই সংখ্যাটা ছিল ২ লক্ষের উপরে। ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে ৩৬৬০ জনের। আর করোনা কে হারিয়ে দেশে সুস্থ হয়ে ফিরেছেন ২ লক্ষ ৫৯ হাজার ৪৫৯ জন। গত ৪ দিন ভারতে করোনা সংক্রমণের হার রয়েছে ১০ শতাংশের নীচে।

গত ৪৪ দিনে ভারতে সর্বনিম্ন সূচক ছুঁল দৈনিক করোনা সংক্রমণ। শুধু তাই নয় গত দু’সপ্তাহ ধরে দেশে যত লোক রোজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার থেকে বেশি রোগী রোজ করোনা কে জয় করে সুস্থ হয়ে উঠছেন। এর জেরে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ২৩ লক্ষ ৪৩ হাজার ১৫২ জন।

সারা ভারতে করোনা কে ঘিরে নানা বিধি নিষেধ, আঞ্চলিক লক ডাউন, সামাজিক দুরত্ব বিধি ইত্যাদি লাগু করার কারণেই এই ঢেউ স্তিমিত হচ্ছে বলে ধারণা। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমেছে দিল্লি, মধ্যপ্রদেশ, গুজরাত, ছত্তীসগঢ়, রাজস্থান, হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের মতো রাজ্যেগুলিতে। যার ফলে ভারতে সামগ্রিক পরিস্থিতি অনেক টাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে বলে জানা গিয়েছে।

এছাড়াও দেশে জোর কদমে চলছে টিকা করণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতে মোট টিকা পেয়েছেন ২০ কোটি ৫৭ লাখ ২০ হাজার ৬৬০ জন।

Related posts

মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স এই দুই প্রতিযোগিতার মধ্যে ঠিক কী পার্থক্য?

News Desk

শুভক্ষণ না এলে শ্বশুরবাড়ী যাবেন না কারণ দেখিয়ে ১১ বছর আলাদা থাকলেন স্ত্রী! মামলা আদালতে

News Desk

কারখানার শ্রমিকদের খাদ্য হিসেবে তৈরি হয় ম্যাগি নুডুলস! কি ভেবে এর নাম ম্যাগি রাখা হয়েছে জানেন?

News Desk