ভারতে করোনায় হ্রাস পেল দৈনিক করোনায় মৃত্যু, সামান্য কমল সংক্রমণও। কিন্তু এখনও সংক্রমন রয়েছে সেই ৪০ হাজারের গন্ডির উপরেই। আসন্ন তৃতীয় ঢেউ। এমন অবস্থায় ভারতের কয়েকটি রাজ্যের সংক্রমন আবারও বাড়ছে দ্রুত হারে। কেরালা, উত্তরাখণ্ড ইত্যাদি রাজ্যে মাত্রা ছাড়াচ্ছে সংক্রমন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে প্রকাশিত সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪২২ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন করোনা ভাইরাসের কারণে মৃত্যু হয়েছিল ৫৪১ জনের। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের তুলনায় সামান্য কম।দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৪ হাজার ৭৭৩ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ১৩৪। এর আগের দিন অর্থাৎ সোমবার করোনা আক্রান্ত হয়েছিলেন ৪১ হাজার ৮৩১ জন। এর আগের দিন অর্থাৎ শনিবার দেশে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৬৪৯ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। এর আগের দিন অর্থাৎ শুক্রবার দেশের করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৪ হাজার ২৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছিলেন ৪৩ হাজার ৫০৯ জন। তার আগের দিন অর্থাৎ বুধবার দেশে সংক্রমিত হয়েছিলেন ৪৩ হাজার ৬৫৪ জন। এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার দেশে করোনা সংক্রমিত হয়েছিলেন ২৯ হাজার ৬৮৯ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৫৮ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৯৪৬ জন। এর আগের দিন সুস্থতার সংখ্যা ছিল ৩৩ হাজার ২৫৮ জন। সুস্থতার থেকে দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য হলেও বেশী থাকায় বেড়েছে অ্যাকটিভ কেস। এই নিয়ে লাগাতার প্রায় এক সপ্তাহ দেশের অ্যাকটিভ কেস বাড়ল যা উদ্বেগের। আপাতত দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ১৩ হাজার ৭১৮। এই নিয়ে দেশে মোট আক্রান্ত হল ৩ কোটি ৮ লক্ষ ৫৭ হাজার ৪৬৭ জন।
দেশে করোনা টিকাকরণ চলছে জোরকদমে। এই আবহে বড় টিকা দিতে বড় সাফল্য পেল ভুবনেশ্বর। ওড়িশার রাজধানীতে করোনা টিকাকরণ ১০০ শতাংশ সম্পূর্ণ হয়েছে এমনটাই জানা গিয়েছে। দেশে এই প্রথম কোনও শহর যারা এই কৃতিত্ব অর্জন করল। বাকি ভারতে এখনও অবধি মোট টিকা পেয়েছেন ৪৭.২২ কোটি মানুষ।