Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

আবারও ৪ লক্ষ ছাড়াল দৈনিক আক্রান্তের সংখ্যা, দৈনিক মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ছুঁই ছুঁই

আবারও ৪ লক্ষ ছাড়াল ভারতে করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। এখনও অবধি এক দিনের মধ্যে নতুন করে আক্রান্তের নিরিখে এই আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। প্রসঙ্গত পয়লা মে প্রথমবারের জন্য ভারতে দৈনিক করোনা সংক্রমণ ৪ লক্ষ্যের সীমানা ছাড়িয়েছিল।

এর পর থেকে টানা চার দিন নতুন সংক্রমিতের সংখ্যা দৈনিক সাড়ে তিন লক্ষের বেশি থাকলেও চার লক্ষের নীচেই ছিল। এদিন আবারও ফের রেকর্ড ছুলো আক্রান্তের সংখ্যা। আজকের পরিসংখ্যান মিলিয়ে ভারতে সামগ্রিক ভাবে মোট করোনায় আক্রান্ত হলেন ২ কোটি ১০ লক্ষ ৭৭ হাজার ৪১০ জন।

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ভারতে প্রবল ভাবে প্রভাব ফেলেছে। দৈনিক করোনা আক্রান্তের পাশাপাশি অনেক অংশে বাড়িয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাকেও। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার কারণে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮০ জনের। একদিনে মৃত্যু সংখ্যার নিরিখে এই সংখ্যা এখনও অবধি দেশে সর্বোচ্চ। গত নয় দিন ধরে ক্রমাগত দেশের দৈনিক মৃত্যু সংখ্যা ৩ হাজারের উপরে থাকছে। সংক্রমণ বাড়তে বা়ড়তে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৩০ হাজার ছাড়িয়ে গিয়েছে। যার সিংহ ভাগই হয়েছে মহারাষ্ট্রে। সেই রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯২০ জনের। পাশাপশি কর্নাটক, দিল্লি এবং উত্তরপ্রদেশেও মৃতের সংখ্যা সাড়ে ৩৫০-র কাছাকাছি। আরো কিছু রাজ্য যেমন পঞ্জাব, হরিয়ানা, ছত্তীসগঢ়, রাজস্থান, গুজরাত, ইত্যাদি জায়গা তেও দৈনিক মৃতের সংখ্যা উল্লেখযোগ্য।

সারা বিশ্বের দৈনিক যত পরিমাণ লোক করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন তার প্রায় অর্ধেকই এখন হচ্ছে ভারতে। এমতো অবস্থায় দেশে কোভিডের টিকাকরণও চলছে। অভিযোগ আসছে টিকা পাচ্ছেন অনেক কম সংখ্যক মানুষ। যদিও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যাটা কিছুটা হলেও বেড়েছে। গত ১ দিনে দেশে ২০ লক্ষ ১৯ হাজার ১৫১ জন টিকা পেয়েছেন। এ নিয়ে ভারতে মোট টিকার ডোজ পেয়েছেন ১৬ কোটি ২৫ লক্ষেরও বেশি কিছু মানুষ।

Related posts

সোনা ও মূল্যবান সামগ্রীতে ভর্তি জায়গাটি এতদিন ছিল লোকচক্ষুর অন্তরালে! জানেন কোথায়?

News Desk

লজ্জাজনক! কিছুতেই দেহ ব্যবসায় নামতে চায়নি গৃহবধূ! শাস্তি দিতে যা করলেন স্বামী ও শ্বশুর..

News Desk

মিউকরমাইকোসিসে আক্রান্ত হলে কি করনীয়? নয়া নির্দেশিকা নিয়ে এলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ?

News Desk