করোনা নতুন ধরণ ওমিক্রন (Omicron) ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে। ভারত অনেক চেষ্টা করেও শেষরক্ষা করতে সক্ষম হয়নি। ইতিমধ্যেই এই দেশে বেশ কয়েকজনের শরীরে মিলেছে করোনার নতুন প্রজাতি ওমিক্রন ভাইরাস এর নমুনা। বিশ্বব্যাপী ত্রাস সৃষ্টি করা ওমিক্রন প্রজাতির বিরুদ্ধে করোনা টিকা সেরকম ভাবে কার্যকর নয়, এমনটা জানাচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভারতে মূলত যে দুটি করোনা টিকা দেওয়া হয়েছে সেগুলি হল কোভিশিল্ড আর কোভ্যাকসিন। এর মধ্যে কোভ্যাকসিন ভারতের কোম্পানি ভারত বায়োটেক এর তৈরী। তাহলে ভারতেও কি থাবা বসাতে চলেছে ওমিক্রন?
শুধু শুধু আতঙ্ক না ছড়িয়ে সচেতনতা গ্রহণ করুন এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর। ভারতে যেখানে জোরকদমে টিকাকরণ চলছে সেখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে টিকা দেওয়া হচ্ছে অর্থাৎ কোভিশিল্ড ও কোভ্যাক্সিন, তা ওমিক্রন ভ্যারিয়েন্টকে রুখতে কতটা কার্যকরী হবে ? করোনার এই প্রজাতি টি নতুন। কিন্তু এখনও অবধি মেলা তথ্যের উপর ভিত্তি করে আইসিএমআরের (ICMR) বিশেষজ্ঞ দল জানিয়েছে, ওমিক্রন এর উপর mRNA ভ্যাকসিন কাজ না করার সম্ভাবনা রয়েছে। কিন্তু সব ভ্যাকসিনের কার্যপ্রণালী এক নয়। কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন আলাদা ভাবে মানবদেহে এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে।
তাই বিশেষজ্ঞদের প্রকাশিত নতুন তথ্যে দেখা যাচ্ছে আশার আলো।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, আইসিএমআর এর একজন কর্তার দাবি, ভারতের কোম্পানি ভারত বায়োটেক এর তৈরি করোনা টিকা অর্থাৎ কোভ্যাক্সিন সম্ভবত ওমিক্রনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হবে। তিনি জানিয়েছেন, কোভ্যাক্সিন করোনার জিনগত পরিবর্তনের ফলে সৃষ্ট প্রজাতি যেমন আলফা, বিটা , গামা এবং ডেল্টার উপর যথেষ্ট সফল। সেক্ষেত্রে প্রাথমিকভাবে তিনি যথেষ্ট আশার কারণ দেখছেন দক্ষিণ আফ্রিকায় খোঁজ মেলা এই করোনার নতুন ভ্যারিয়্যান্টের উপর কাজ করবে এই ভ্যাকসিন। যদিও এই তথ্যকে চূড়ান্ত বলে মান্যতা দিতে চাননি তিনি। কিন্তু এই বিষয়ে আরও অনেক গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন আইসিএমএর এর গবেষকরা।
কিন্তু প্রাথমিকভাবে কোভ্যাক্সিন যেহেতু একটি ভাইরিওন-ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন হিসাবে নির্মীত হয়েছিল, তাই এটি সম্পূর্ণ নভেল করোনা ভাইরাসকে কভার করে এবং এই অত্যন্ত পরিবর্তিত নতুন রূপের বিরুদ্ধেও কাজ করার কথা। কিন্তু এখনও বিষয়টি নিয়ে আরো অনুসন্ধানের প্রয়োজন রয়েছে। ICMR-এর আরেক পদাধিকারী বলেন, ‘আমরা আশাবাদী যে ভারত এর টিকা কোভ্যাক্সিন ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করবে। আমরা এই নতুন প্রজাতির বিষয়ে আরো তথ্য, নমুনা ইত্যাদি হাতে পেলে পুনের ন্যাশানাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি'(NIV)-তে এই ভ্যাকসিনের কার্যকরিতা ওমিক্রন ভ্যারিয়েন্ট এর উপর পরীক্ষা করে দেখব।