Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

সন্তান চেয়ে ৫ লক্ষ টাকা দিয়ে আইভিএফ! শেষে করাতে হল গর্ভপাত, কমিশনের দ্বারস্থ দম্পতি

এমন অনেক মানুষ আছেন যারা সন্তান ধারণ করতে পারেননা। সেই সমস্ত মানুষের জন্য আই ভি এফ ক্লিনিক রয়েছে যেখানে তাদের সমস্যার সমাধান করা হয়। এমনই এক মহিলাকে আইভি এফ পদ্ধতিতে সন্তান ধরণের ১০০ শতাংশ সাফল্যের কথা বলে অবশেষে রীতিমতো গর্ভপাত করানো হল। এক দম্পতি ওই আইভি এফ ক্লিনিকের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে স্বাস্থ্য কমিশনের কাছে সাহায্য চাইলেন। ডিরেক্টর অব হেল্‌থ সার্ভিসেস-কে, ওই অসহায় দম্পতির করা অভিযোগ এর ব্যাপারে খতিয়ে দেখার জন্য এক উচ্চক্ষমতা সম্পন্ন মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন।

ওই দম্পতি অভিযোগ জানিয়েছে যে , সারোগেসির মাধ্যমে সন্তান হওয়ার ক্ষেত্রে ১০০ শতাংশ সাফল্যর দাবী করেছিল। কিন্তু গর্ভস্থ অবস্থায় ওই গর্ভে থাকা সন্তানের অবস্থা খুব একটা ভালো ছিলনা বলেই গর্ভপাত করানোর সিদ্ধান্ত নিয়েছে ওই দম্পতি। সম্পূর্ণ ঘটনায় বেশ কয়েক লাখ টাকা খরচা হয়েছে তাদের।

কমিশন থেকে পাওয়া খবর অনুযায়ী, বছর ৬১ এর ওই ব্যক্তিএকটি ক্লিনিকে গিয়েছিলেন, নিজের কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর ৪৩ বছর বয়সী স্ত্রী এর আইভিএফ অথবা ‘ইন ভিট্রো ফার্টিলাইজেশন’ পদ্ধতির মাধ্যমে সন্তানধারণের জন্য। তাঁর দাবী , উচ্চ রক্তচাপ তাঁর স্ত্রীয়ের। বুধবার দিন অসীমকুমার বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান বিচারপতি (অবসরপ্রাপ্ত) জানিয়েছেন যে ওই দম্পতি সন্তানধারণ করতে চান না এবং সেটা জানানোর পরও ওই ক্লিনিকের মালিক দম্পতিকে নিশ্চিন্ত থাকতে বলেন এবং ১০০শতাংশ সাফল্যের আশ্বাস দেন। চিকিৎসার কারণে প্রায় লাখ পাচ্ছেন টাকা খরচা হয়ে যায় তাঁর।এর সাথে , বেশ কিছু টাকা আরও খরচা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে তা স্ত্রীর রক্তচাপজনিত সমস্যা থাকা সত্ত্বেও সন্তানের জন্ম দেওয়ার পরিকল্পনা করা হয় সারোগেসির মাধ্যমে। ১৪ সপ্তাহে পরীক্ষা করে গর্ভস্থ সন্তানের শারীরিক সমস্যা রয়েছে বলে জানা যায়। তাই তিনি গর্ভপাত করান।

Related posts

বিয়ের পর হানিমুনে গিয়ে জানতে পারলেন স্বামী নৃপুংশুক! থানায় গেলেন নববধূ

News Desk

আর হাওয়া দিতে হবে না চাকায়! পাংচার ও হবে না। বাজারে আসতে চলেছে নতুন টায়ার

News Desk

ওমিক্রনে আক্রান্ত হয়ে অস্বাভাবিক বেড়ে গিয়েছে খিদে, প্রতি মুহূর্তে চাই খাবার! দাবী মহিলার

News Desk