Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

পছন্দের মানুষ প্রেমের প্রস্তাবে না করে দিয়েছিল! প্রত্যাখ্যাত হয়ে চরম পথ বাছলো প্রথম বর্ষের ছাত্রী

প্রেমে পড়লে মানুষের ঠিক ভুল এর জ্ঞান থাকেনা, এতটাই প্রেমে মত্ত থাকে যে প্রেমে প্রত্যাখ্যান হলে কি করবে জানেনা। এমনই এক ঘটনা ঘটেছে যেখানে প্রেমে প্রত্যাখ্যান হওয়ার পর কলেজের প্রথম বর্ষের ছাত্রী আত্মঘাতী হয়েছেন। পরিবারের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। গতকাল নিজের বাড়িতে লেকটাউন থানার অন্তর্গত দমদমপার্ক হরিচাঁদ পল্লীর বাসিন্দা প্রথম বর্ষের ছাত্রী সাগরিকা মণ্ডল ওরফে পুজা আত্মহত্যা করে।

পুজার পরিবারের অভিযোগ, পুজার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কেষ্টপুরের বাসিন্দা জয়দীপ নামে এক যুবকের। গতকাল ফোনে কথোপকথন হয় ওই যুবকের সঙ্গে। এরপর পুজা আত্মহত্যার পথ বেছে নেয়। পরিবারের অভিযোগ, জয়দীপ ও তার বন্ধুরা আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ মোবাইলের কল ডিটেইলস খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, প্রেমিককে চারতলা থেকে ঠেলে ফেলে খুনের অভিযোগ উঠেছে বার ডান্সারের প্রেমিকার বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের জের। ঘটনাটি বাউড়িয়া বুড়িখালি এলাকায় ঘটেছে। শশীকান্ত মালিক (৩২) মৃতের নাম। বাউড়িয়া থানার পুলিশ অভিযুক্ত বার ডান্সার কেয়া সরকার ওরফে মিস টিনাকে গ্রেফতার করেছে শশীকান্তের স্ত্রী মামনি মালিকের অভিযোগের ভিত্তিতে। শুক্রবার ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ অভিযুক্ত মহিলা বার ডান্সার কেয়া সরকারকে নিয়ে।

মৃত ব্যক্তির ড্যামি নিয়ে তদন্তের জন্য বহুতল থেকে ফেলা হল।

মৃতদেহ ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায় বাউড়িয়া থানার পুলিশ । খুনের মামলা অভিযুক্তের বিরুদ্ধে রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃতকে বৃহস্পতিবার বিচারক ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন টিনাকে উলুবেড়িয়া আদালতে পেশ করা হলে।

Related posts

বিয়ের কথা বলে ২৫০ মহিলাকে প্রতারণা নাইজেরিয়ান ব্যাক্তির! কিভাবে ফাঁদ পাততো শুনলে অবাক হবেন

News Desk

সন্তানের ধর্মবিশ্বাস মানবতা, বাবা মা এর আবেদনে এমন জন্মের শংসাপত্র দিল রানাঘাট পৌরসভা

News Desk

হানিমুনে দম্পতিদের কোন ভুলগুলি একেবারেই করা উচিত নয়! জেনে নিন

News Desk