Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

নেপথ্যে ওমিক্রন! করোনা আক্রান্তের সংখ্যা বিশ্বে ছুঁল রেকর্ড মাত্রা

দৈনিক পরিসংখ্যানের নিরিখে, বিশ্বে রেকর্ড মাত্রা ছুঁল কোভিড আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসের আবির্ভাবের দু’বছর পর এবং বিশ্বজুড়ে টিকাকরণ অভিযান শুরু হওয়ার এক বছর পরে আক্রান্তের সংখ্যা রেকর্ড মাত্রা ছুঁয়েছে। তবে দৈনিক সংক্রমণের সংখ্যা রেকর্ড মাত্রা ছোঁয়ার অন্যতম কারণ হিসেবে নতুন রূপ ওমিক্রনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।

ওমিক্রন এখনও পর্যন্ত কোভিডের সর্বশেষ পরিবর্তিত এবং সব থেকে সংক্রমণযোগ্য রূপ। এই রূপ বিশ্বব্যাপী দ্রুত শক্তিশালী হয়ে উঠছে। একই সঙ্গে, সাধারণ টিকাগুলি ওমিক্রন রূপের উপর কার্যকর নয় বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। গত সাত দিনে বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮,৪১,০০০। এক মাস আগে দক্ষিণ আফ্রিকায় করোনার ওমিক্রন রূপ প্রথম শনাক্ত হয়েছিল। তখনকার তুলনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৪৯ শতাংশ।

বিভিন্ন গবেষণা অনুযায়ী, ওমিক্রন আগের রূপগুলির তুলনায় ৭০ গুণ দ্রুত সংক্রামিত হয়। তবে ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের শারীরিক অবস্থা গুরুতর নাও হতে পারে। বিশেষ করে যাঁরা টিকা এবং বুস্টার টিকা পেয়েছেন তাঁদের উপর ওমিক্রন মারাত্মক প্রভাব ফেলবে না বলেও মত বিশেষজ্ঞদের।

বিভিন্ন দেশের সরকারগুলি ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করছে যে, উত্সব মরশুমের পরে করোনা আক্রান্তের সংখ্যা এবং হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়তে পারে। একই সঙ্গে বিশ্ববাসী অতিমারীর তৃতীয় ঢেউ দেখতে পারে বলেও আশঙ্কা বিজ্ঞানী মহলের।

Related posts

সর্বগ্রাসী আগুন থেকে তিন সন্তানকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন বাবা! পরিণতি হলো মর্মান্তিক

News Desk

বিয়ে শুধুমাত্র শারীরিক তৃপ্তির জন্য নয়, সন্তান উৎপাদনের জন্য; মাদ্রাজ হাইকোর্টের মন্তব্যে চাঞ্চল্য

News Desk

পাক অধিকৃত কাশ্মীর লিগে খেললে ছিন্ন হবে ভারতের সাথে সম্পর্ক, এই লীগকে অনুমোদন না দিতে প্রস্তাব BCCI এর

News Desk