Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

শুধু রান্নাতেই নয় ঘর গৃহস্থলীর আরো বহু কাজে লাগে কর্নফ্লাওয়ার! জেনে নিন কিভাবে ব্যাবহার করবেন

রান্নায় কর্ন ফ্লাওয়ারের ব্যাবহার বেশ প্রচলিত। চিলি চিকেন, পকোড়া ইত্যাদি নানা রান্নায় অনেকেই এটি ব্যবহার করেন। কিন্তু জানেন কি শুধু রান্না নয়, রান্নাঘরে উপস্থিত এই উপকরণটি গৃহস্ত ঘরের টুকিটাকি বহু সমস্যার সমাধনার করতে পারে। প্রতিবেদন আনন্দবাজারের।

তাহলে জেনে নিন রান্না ছাড়া কর্ন ফ্লাওয়ার আর কোন কোন কাজে ব্যবহার করা যায়? রইল হদিশ।

• কাচে নোংরা পড়েছে। পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার। ময়লা হয়ে যাওয়া কাঁচে কিছুটা কর্নফ্লাওয়ার মাখিয়ে নিন। তারপর একটি ভেজা কাপড় দিয়ে কাচ মুছে নিন। কাচ পরিষ্কার হয়ে যাবে।

• সোনার চেন বা কোনো দড়িতে গিঁট পড়ে একেবারে এঁটে গিয়েছে? কিছুতেই গিঁট ছাড়াতে পারছেন না? গিঁট এর জায়গাটি কর্ন ফ্লাওয়ারের মিশ্রণে চুবিয়ে নিন। তারপর সেই গিঁটটি খোলার জন্য চেষ্টা করুন। খুব সহজে খুলে যাবে অল্প প্রচেষ্টাতেই।

• জানতেন কি চুলের জট পেকে গেলে তা ছাড়াতে পারে কর্ন ফ্লাওয়ার। এমনকি শ্যাম্পু করারও দরকার পড়বে না। কী ভাবে? চুলের জটের জায়গায় কর্ন ফ্লাওয়ার গুলে লাগিয়ে নিন। সেটি শুকোতে দিন। শুকলে চিরুনি দিয়ে আঁচড়ে নিন। শুকনো কর্ন ফ্লাওয়ার ঝরে পড়ে যাবে। সাথে সাথে চুলের জটও খুলে যাবে। পরে চুলে শ্যাম্পু করে নেবেন।

• আপনার শরীরে কোথাও কি কোনও পোকা কামড়েছে? অথবা রোদে পুড়ে লাল হয়ে গিয়েছে ত্বক? অল্প জল কর্ন ফ্লাওয়ারের সঙ্গে মিশিয়ে লাগিয়ে নিন সেই জায়গায়। অনেকটা প্রদাহ কমবে। এর পরে জায়গাটি ধুয়ে ফেলুন হাল্কা গরম জল দিয়ে। তাতে অনেকটাই সমস্যা কমে যাবে।

• কর্ন ফ্লাওয়ারের মিশ্রণ ফোস্কা পড়লেও তা কমিয়ে দিতে পারে। যদি আপনি কর্ন ফ্লাওয়ার অল্প জলে মিশিয়ে পেস্ট বানিয়ে নিতে পারেন। এবং সেটি ফোস্কার উপরে লাগিয়ে দিতে পারেন, জল দিয়ে তার পরে ধুয়ে নিন। ফোস্কা দ্রুত কমে যাবে। জায়গাটিতে ব্যাকটিরিয়া সংক্রমণও আটকে দেবে কর্ন ফ্লাওয়ারের বিশেষ উপাদান ।

• জুতো পরলে অনেকেরই পায়ে দুর্গন্ধ হয়। অল্প কর্ন ফ্লাওয়ার দিয়ে দিন জুতো পরার আগে তার ভিতরে। এই মিশ্রণ কিছুটা দিয়ে দিতে পারেন মোজার মধ্যে। সেক্ষেত্রে আর দুর্গন্ধ থাকবে না আপনার পায়ে।

Related posts

বিয়েতে নাচছে কেন কনে, চড় মারলেন বর! রাগে তুতো ভাইকে বিয়ে করে নিলেন তরুণী

News Desk

হোটেলের বিছানার তোয়ালে চাদর বালিশ সব সাদা রঙের হয় কেন? জানেন

News Desk

টাকা ধার করেই এক মাসে ৬৬৪ কোটি টাকা আয় কলেজ ছাত্রের! নিরাপত্তা নিয়ে সঙ্কিত বাবা-মা

News Desk