Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

অতিরিক্ত হট হতে গিয়ে বিপত্তি! প্রকাশ্যে শার্টের চেন খুলে লকআপে যেতে হলো এই অভিনেত্রীকে!

বিতর্ক এই অভিনেত্রীর যেন পিছু ছাড়ে না। সাহসী এবং বোল্ড লুকে ধরা দিয়ে আগেও বহুবার আলোচনা এবং সমালোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন। সম্প্রতি একটি পর্ন ঘটনাতেও (Pornography Case) তাঁর নাম জড়ায়। তাও সব বিতর্ক উড়িয়ে বারবার সাহসী অবতারেই সামনে আসেন তিনি। তিনি আর কেউ নন পুনম পান্ডে। পুনম পাণ্ডেই (Poonam Pandey) এবার ‘গ্রেফতার’ হলেন। প্রকাশ্যেই জামার চেইন খুলে জেলবন্দি পুনাম পান্ডে।

গত বছর পর্নোগ্রাফি সম্পর্কিত কাণ্ডে (Pornography Case) নাম জড়ায় মডেল তথা অভিনেত্রী পুনম পাণ্ডের (Poonam Pandey)। সেবার আদালতের নির্দেশে মতন গ্রেফতারির হাত থেকে রক্ষা পান তিনি। কিন্তু এবারে তাকে জেলবন্দি হতেই হল।

আসলে একতা কাপুরের আসন্ন শো লক আপ (Ekta Kapoor Show Lock Up) আজকাল ভীষণ ভাবে চর্চিত হচ্ছে। এই শোতে আসা নানা প্রতিযোগীদের বিষয়ে নানা তথ্য সামনে আসছে। কঙ্গনা রানাউত সঞ্চালিত এই শো-এর নতুন ও তৃতীয় প্রতিযোগী হিসেবে বুধবার পুনম পাণ্ডের একটি ক্লিপ প্রকাশ্যে আসে। পুনম পাণ্ডে নিজে সেই ভিডিও ক্লিপিংস প্রমো ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন ‘হট হতে গিয়ে আমি জেলখানায় বন্দি হয়েছি।’ পাশাপাশি, এই প্রোমো ভিডিওতে দেখা যায় অভিনেত্রীকে তার শার্টের চেন খুলতে। এই অভিনেত্রী আর কেউ নন, পুনম পান্ডে। ভিডিওতে দেখা যাচ্ছে পুনম পান্ডে খোলামেলাভাবে তার শার্টের চেন খুলছেন। এরপর তাকে আটক করে তালাবদ্ধ করা হয়। পুনম পান্ডের বিরুদ্ধে অতিরিক্ত হটনেসের অভিযোগ উঠেছে। এই কাজ করার জন্য অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে।

এই প্রমো ভিডিওর ক্লিপিংসটি একতা কাপুরও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার করে তার বিষয়ে লিখতে গিয়ে লিখলেন- ‘হট অ্যাফেয়ারে পাকড়াও হলেন পুনম পান্ডে। ২৭ ফেব্রুয়ারি থেকে শো লক আপ দেখুন।’

প্রসঙ্গত পুনম পান্ডে শুধুমাত্র তার সাহসী ছবি বা বোল্ড লুকের জন্য নয়, তার ব্যক্তিগত জীবন নিয়েও শিরোনামে রয়েছেন। কিছুদিন আগে, তিনি স্বামী স্যাম বোম্বের বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগ করেছিলেন, তারপরে পুলিশ স্যামকে গ্রেপ্তার করে। পুনমের অভিযোগে স্যামকে দুবার গ্রেফতার করা হয়েছে। বিশেষ বিষয় হল পুনম পান্ডে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রতিদিন তিনি এমন কিছু সাহসী ছবি শেয়ার করেন যা তার ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে।

একতা কাপুরের আগামী শো লক আপে, ১৫ থেকে ১৬ জন প্রতিযোগীকে লক আপে আটকে রাখা হবে। যাঁদের খেলার নিয়ম মেনে চলতে হবে। অনুষ্ঠানের সঞ্চালিকা কঙ্গনা রানাউত। পুনম পান্ডে ছাড়াও আরও কয়েকজন প্রতিযোগীর নাম সামনে এসেছে। যার মধ্যে আছে মুনাওয়ার ফারুকি, নিশা রাওয়াল ও করণ মেহরার নাম।

Related posts

মারা যাওয়ার ৭ মাস পর নাকি নিজে গিয়ে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন মালদার মহিলা!

News Desk

২০২২ সালে নতুন বছরে সৌভাগ্য ফেরাতে বাড়ি থেকে দুর করুন এই কয়েকটি জিনিস

News Desk

মেয়ের জন্ম দেওয়ার অপরাধের শাস্তি! বউকে অভূতপূর্ব শাস্তি দিল স্বামী, দাড়িয়ে দেখলো বাকিরা

News Desk