আবারো চীনের অনেক শহরে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে । আর এই রকম পরিস্থিতিতেই চীনা সরকার এক ধাতব বক্স তৈরী করেছে করোনা রোগীদের জন্য। সেখানে করোনা আক্রান্তদের বাক্স বন্দি করা হচ্ছে। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে এই ব্যাপারে। আর
এরপরই বিতর্ক তৈরী হয়েছে চীনের বিরুদ্ধে।
ধাতব বাক্স’-এ নাকি করোনা আক্রান্তরা আইসোলেশনে থাকবেন। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই ‘ধাতব বাক্সে’ ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোভিড সংক্রামিত ব্যক্তিদের বা তাঁদের সংস্পর্শে আসা সবাইকেই। যাতে তাঁদের থেকে আর সংক্রমণ কোনওভাবে ছড়াতে না পারে। ওই ‘ধাতব বাক্সে’ কী রয়েছে? জানা যাচ্ছে, সেখানে একটা খাট, জলের বোতল ও শৌচাগার আছে। অভিযোগ, নয়া আইসোলেশন ব্যবস্থায় ২ সপ্তাহের জন্য রেখে দেওয়া হচ্ছে শিশু থেকে শুরু করে বয়স্ক, এমনকি গর্ভবতী মহিলাদেরও। কেউ যদি থাকতে না চায় , তাহলে তাকে জোর করে রাখা হচ্ছে। বিতর্ক দানা বেঁধেছে এই সব নিয়েই।
ফেব্রুয়ারিতেই শীতকালীন অলিম্পিক্সের (Winter Olympics) আসর বেজিংয়ে (Beijing) বসতে চলেছে। আর সবথেকে বেশি উদ্বেগ তার মধ্যেই বাড়াচ্ছে সেখানকার করোনা পরিস্থিতি। সংক্রমিতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। ‘জিরো কোভিড’ নীতি (Zero COVID Policy) নিয়েছে চিন (China) এই পরিস্থিতির মধ্যে। আর করোনা থেকে পুরোপুরিভাবে নির্মূল করতে একাধিক নীতি নিচ্ছে শি চিনফিং সরকার দেশকে। আর এবার এই আজব নীতি নিয়েছে চিন তার মধ্যে। আর বাড়িতে থাকতে পারবেন না সেই দেশের বাসিন্দারা করোনা পরীক্ষার (Corona Test) রিপোর্ট পজিটিভ আসলেই। তাঁদের সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইন সেন্টারে চলে যেতে হবে। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই নিভৃতবাস ক্যাম্প মধ্য চিনের শাংচি প্রদেশের জিআন শহরে খোলা হয়েছে। প্রায় দু’কোটি বাসিন্দাকে জিআন শহরের বাড়িতেই থাকতে বলা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে খাবার কিনতে বাইরে বেরোনোর ক্ষেত্রেও।
প্রসঙ্গত, কোভিডের তৃতীয় ঢেউ বিশ্বজুড়ে আছড়ে পড়েছে। এর জন্য নয়া ভ্যারিয়ান্ট ওমিক্রন-ই দায়ী বলে জানিয়েছে WHO। আরও বলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে যে, ওমিক্রন ডেল্টার মত ভয়ঙ্কর না হলেও বিপজ্জনক। যাঁরা টিকা নেননি বিশেষ করে, তাঁদের জন্য তো বটেই। সাথে অতি সংক্রামক তো বটেই।