Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বাংলাদেশে অব্যাহত সংখ্যালঘু নির্যাতন, নতুন করে রংপুরে সাম্প্রদায়িক হিংসার আগুনে পুড়ল হিন্দুদের বাড়ি

এই বছরের দুর্গাপুজো চলার সময় বাংলাদেশে হওয়া সাম্প্রদায়িক দাঙ্গার কারণে সেখানকার পরিবেশ এখনও থমথমে। দুর্গাপুজো কেটে গেলেও তার রেশ চলছে। আবারও নতুন করে হিংসার আগুনে পুড়ল পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশের হিন্দুদের বাড়ীঘর। সূত্রে পাওয়া খবর অনুযায়ী এবার আগুন লাগানো হয়েছে অন্তত ২০টি সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘরে। বাংলাদেশ সরকার কড়া পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া সত্বেও ফের সংখ্যালঘু অত্যাচারের এহেন ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে। এদিকে, হিন্দুদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ দেখাচ্ছেন দেশের বুদ্ধিজীবী ও ধর্মনিরপেক্ষ জনতা।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, রবিবার বাংলাদেশের উত্তর প্রান্তে অবস্থিত জেলা রংপুরের পীরগঞ্জ উপজেলায় সংখ্যালঘুদ হিন্দুদের ২০টি বাড়ি জ্বালিয়ে দেওয়ার খবর পাওয়া যাচ্ছে। নতুন করে এই হিংসার ঘটনার সূত্রপাত হয়েছে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। উসকানিমূলক এই সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে সংখ্যালঘুদের উপর নতুন করে হিংসার ঘটনা হচ্ছে বলে খবর। সংবাদ সুত্রে আরো খবর, রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়ার জেলেপল্লিতে হিন্দুদের ২০টি বাড়িতে হামলাকারীরা অগ্নি সংযোগ করে যার ফলে এই বারীঘরগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহম্মদ সাদেকুল ইসলাম এই বিষয়ে এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, হিন্দুদের নাহলেও ৬৫টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। তাঁর বক্তব্য অনুযায়ী, “সংখ্যালঘুর উপর হামলাকারীরা জামাত-ই-ইসলামি সংগঠনের সদস্য। এমনকি এদের মধ্যে জামাতের পড়ুয়াদের সংগঠন ইসলামি ছাত্র শিবিরের সদস্যরাও উপস্থিত রয়েছে।”

প্রসঙ্গত গত বেশ কিছুদিন ধরেই সাম্প্রদায়িক অশান্তিতে উত্তপ্ত বাংলাদেশ। এবার দুর্গাপুজো চলার সময়ে বাংলাদেশের কুমিল্লার একটি পুজোমণ্ডপের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় হিন্দু দেবতার পায়ের কাছে রাখা মুসলিমদের ধর্মগ্রন্থ করেন। কোরান অবমাননা করা হয়েছে এমন অভিযোগ তুলে এরপর মৌলবাদিরা বেশ কয়েকটি জেলায় হিন্দুদের দুর্গাপূজার প্রতিমা, মণ্ডপ ও দোকান ভাঙচুর করে। এরপর হিংসার আগুন আরো ছড়াতে থাকে যখন গত শুক্র ও শনিবারে পুজোর শেষ দিকে মুন্সীগঞ্জ ও কিশোরগঞ্জে প্রতিমা ভাঙচুরের মত ঘটনা ঘটে। এই ভাবে গত কয়েকদিনে বাংলাদেশের চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, ফেনীসহ অন্য অঞ্চলে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। এবার এর রেশ ছড়াল রংপুরেও।

Related posts

খোলা জায়গায় প্রকাশ্যে অবাধে হয় পর্ন ছবির শুটিং! দাড়িয়ে দেখে পর্যটকরা

News Desk

গ্রুপ সেক্সের যোগ দিতে দিচ্ছেন না স্বামী-স্ত্রী! তরবারি নিয়ে দম্পতিকে হামলা করলেন ক্রুদ্ধ মহিলা

News Desk

মাকে ডুবতে দেখে সুইমিং পুলে ঝাঁপ দিল ১০ বছরের শিশু, তারপর যা হল, দেখলে বিশ্বাস হবে না

News Desk