Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

সরস্বতী পুজোয় আরেকজনের সাথে ‘প্রেমিকা’! দেখতে পেয়ে মারাত্বক কান্ড ঘটালেন ক্লাস ইলেভেনের ছাত্র

টিউশনে গিয়ে আলাপ, সেই থেকে প্রেম। টিউশন ব্যাচ এর মধ্যে পড়তে পড়তেই বেড়ে ওঠে প্রেম। কিন্তু হঠাৎই তাল কাটলো যখন সরস্বতী পুজোর দিন প্রেমিক অন্য আরেকটি ছেলের সঙ্গে তার প্রেমিকা কে ঘুরতে দেখলে। সরস্বতী পুজোর দিন এই দৃশ্য দেখার পরই তরুণের মানসিক আঘাত লাগে বলে ধারণা। তারপরে বুধবার দিন বাড়ি এসে চূড়ান্ত পথ বেছে নিলেন তরুণ। ঘটিয়ে ফেললেন ভয়ঙ্কর ঘটনা। ঘটনা ঘিরে চাঞ্চল্য চুঁচুড়ার নবাব বাগান এলাকায়। খবর পেয়ে পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। খবরটি প্রকাশিত হয়েছে জী ২৪ ঘন্টায়।

সূত্র অনুযায়ী, ওই কিশোর হুগলী কলেজিয়েট স্কুলের ক্লাস ইলেভেনের ছাত্র। কদমতলার বাসিন্দা তার বান্ধবী ওই মেয়েটিও চুঁচুড়া শিক্ষা মন্দির স্কুলে ক্লাস ইলেভেনেই পড়ে। তরুণের পরিবারের লোকের বক্তব্য অনুযায়ী সমবয়সী সেই তরুণীর সাথে গত ২ বছর ধরে ছেলেটির প্রণয়ের সম্পর্ক। একজন প্রাইভেট টিউটরের কাছে টিউশনি নিতে গিয়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরী হয়। কিন্তু কিছুদিন আগেই সরস্বতী পুজোর দিন ওই তরুণ নিজের প্রেমিকাকে আবিষ্কার করে অন্য একটি ছেলের সঙ্গে। মেয়েটিকে জিজ্ঞাসা করলে সে জানায়, সেই ছেলেটি তার থেকে অনেক বেশি ভাল, তাই সে তার সাথে ঘুরেছে। সেখান থেকেই নাকি দুজনের মধ্যে ঝামেলা হয়। তারপরেও নানা কারনে ছেলেটি ওই মেয়েকে টাকা দিয়েছিলেন। ইদানিং তাঁদের মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি হয়। ছেলেটির সাথে কথা বলতে অস্বীকার করে এড়িয়ে যেতে থাকে মেয়েটি।

ইত্যাদি নানা সমস্যা চলছিলই। এরমধ্যেই বুধবার রাত সাড়ে দশটার সময় বাড়ি থেকে কিছুক্ষণের জন্য বের হয়ে যায় তরুণ। অনেক রাতে বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে শুয়ে পড়েন। কিন্তু বৃহস্পতিবার সকালে আর দরজা খোলেন না। বাড়ির লোকেরা অনেক ডাকাডাকি করে সারা না পেয়ে শেষ পর্যন্ত দরজা ভেঙে ফেলেন। ঢুকেই তাদের চোখে পড়ে মর্মান্তিক দৃশ্য। দেখেন গলায় ফাঁস দিয়ে ঝুলছে ওই তরুণ। বিক্ষুব্ধ পরিবারের লোকজন ক্ষোভ উগরে দিয়ে বলেছেন প্রেমের সম্পর্কে ধোঁকা খেয়েই এই পরিণতি।

ছাত্রের এমন দূর্ভাগ্যজনক পরিণতির পর উত্তেজনা ছড়ায় সেখানে। তার বান্ধবী সেই মেয়েটির বাড়িতে চড়াও হয় ছাত্রের পরিবার। অবশ্য এই সমস্ত অভিযোগই অস্বীকার করেছে ছাত্রীর পরিবারের লোকজন। ছাত্রীর বাবা মার কথায় কয়েকজন অপরিচিত লোকজন তাদের বাড়িতে ঢুকে এসে ভাঙচুর, মারধর করে। তাদের দাবি তাদের মেয়ের সাথে ঐ ছেলেটি নিছকই বন্ধুত্ব ছিল। এর বাইরে কিছু না।

খবর পেয়ে সেখানে এসে পরিস্থিতি সামাল দেয় চুঁচুড়া থানার পুলিস। তারাই ছাত্রের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

Related posts

এসকর্ট থেকে সেক্সটিং, গর্ভপাতও: পর্নের প্রভাব নিয়ে সমীক্ষায় উঠে এল মারাত্মক সব তথ্য

News Desk

রসিকতা করে প্রেমিককে প্রতারক বললেন মহিলা! প্রেমিকের স্বীকারোক্তি শুনে চোখ কপালে উঠল

News Desk

চণ্ডীগড় ইউনিভার্সিটির ৬০ ছাত্রীর স্নানের ভিডিও ভাইরাল, আত্মহত্যার চেষ্টা ৮ জনের

News Desk