Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

সদ্য জন্মানো মেয়ের নাম ‘পকোড়া’! কেন ব্রিটিশ দম্পতির এই অদ্ভুত ইচ্ছা শুনলে অবাক হবেন

শুনতে খুব অবাক লাগলেও শিশু পকোড়া কে নিয়ে নেট দুনিয়া মেতে উঠেছে । এমন অনেক বার দেখা গেছে যে বিদেশীরা ভারতীয়দের নাম দেখে অনুপ্রাণিত হয়ে নিজেদের শিশুদের নাম রেখেছেন। ভারতীয় কোন খাবারের নামে সন্তানের নাম রাখার নজির বোধহয় এই প্রথম ।

একটি রেস্তরাঁ রয়েছে আয়ারল্যান্ডের নিউটাউনঅ্যাবেতে। ওই ব্রিটিশ দম্পতি সেই রেস্তোরায় প্রায়ই খাবার খেতে যান আর সেখানে গিয়েই তাদের এই নাম নিজেদের সদ্যজাতর জন্য ভালো হবে ভেবে নেন। ওই রেঁস্তোরার সব খাবারের মধ্যে সব থেকে ভালোলাগার খাবার হল পকোড়া। আর অনুপ্রাণিত হন তাঁরা এই নামেই। সদ্যোজাত কন্যাসন্তানের নাম আর সাত-পাঁচ না ভেবে রাখেন পকোড়া।

আয়ারল্যান্ডের ওই রেস্তরাঁর একটি বিলের ছবি সোশ্যাল মিডিয়ায় তারা শেয়ার করেছে। সেখানে এটাই লেখা রয়েছে, ‘আমাদের সদ্যোজাত কন্যার নাম আমার স্ত্রী রেখেছে পকোড়া। স্ত্রীর সবচেয়ে প্রিয় পদ এই রেস্তরাঁয় পকোড়া।’ ২৪ অগস্ট মানব পকোড়ার জন্ম। শিশুটির জন্মের তারিখ এবং ওজনও ছবিতে দেওয়া হয়েছে।

পকোড়াকে উদ্দেশ করে লেখা ওই রেস্তরাঁ থেকে হয়েছে, ‘তোমাকে এই জগতে স্বাগত পকোড়া। অপেক্ষায় রইলাম তোমার সঙ্গে দেখা করার।’ সদ্যোজাতের নাম পকোড়া— নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই এই বিষয়টি অনেকেই মজার মজার মন্তব্য করেছেন।

Related posts

পৈশাচিক! মাত্র দুদিনের শিশুকন্যাকে প্রাণঘাতী ইনজেকশন দিলেন বাবা!

News Desk

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমায় ব্যাবহার করেছে: অক্ষয় কুমারকে নিয়ে বিস্ফোরক শিল্পা শেঠি

News Desk

অন্যান্যদের স্ত্রীর সাথে তাকে অদলবদল করতো স্বামী! করতে হতো সঙ্গম, বিস্ফোরক বধূ

News Desk