Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মন্ত্রের উচ্চারণ করুন, জীবনে পরিবর্তন আসবেই আসবে

বর্তমান পরিস্থিতিতে চিন্তা বা কষ্টে নেই এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। আমাদের সকলের জীবনেই কিছু না কিছু সমস্যা আছে। তার উপর করোনাকালে প্রত্যেকের হাতেই দেখা দিয়েছে অর্থের অভাব। কীভাবে নিজের অর্থনৈতিক স্থিতিকে শক্ত করবেন, জীবনের নানা সমস্যা মিটাবেন এই ভেবে নাজেহাল সকলে।

এই কথা মোটামুটি সকলেই অবগত যে মন্ত্রের মধ্যে লুকানো রয়েছে অপরিসীম এক শক্তি। পুরাণে বর্ণিত নানা মন্ত্রের মধ্যে লুকিয়ে আছে এমন অনেক শক্তি যা আমাদের জীবন পাল্টে দিতে পারে। এমনিও মন্ত্র উচ্চারণ করলে মানব শরীর উজ্জীবিত হয় তা সে যে কোনও মন্ত্রই হোক না কেন। হিন্দু ধর্মে বলা হয়ে থাকে দিনে এক বার হলেও যে কোনও একটি মন্ত্র পাঠ করা উচিত। মন্ত্র পাঠ করলে নানান সমস্যার সমাধান তো হয়ই তাছাড়া পরিবর্তন আসে জীবনে। যে পরিবর্তনের কথা হয়তো আমরা ভেবেও দেখি না।

অবশ্য মন্ত্রের শক্তি একদিনে বোঝা যায় না। কথায় বলে বিশ্বাস মিলে বস্তু তর্কে বহুদূর। তাই আপনিও যদি ঈশ্বরে বিশ্বাস করে থাকেন তাহলে আপনার ভক্তি যে ঈশ্বরের উপরই থাকুক না কেন তাকে বিশ্বাসের সাথে স্মরণ করেই রাতে শুতে যাওয়ার আগে একটি মন্ত্র উচ্চারণ করুন। জেনে নিন কি মন্ত্র…

মন্ত্র:

‘ওঁ শয়নে শ্রী পদ্মনাভায় নম’

মন্ত্রটি সারাদিনের কাজের শেষে রাতে শুতে যাওয়ার আগে পরিষ্কার মনে শুদ্ধ হয়ে শান্ত মনে উচ্চারণ করা উচিৎ। এই মন্ত্রটি একটানা ৩৯ দিন উচ্চারণ করতে হবে। এই মন্ত্রটি যদি রোজদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে উচ্চারণ করা যায় তা হলে রোজকার জীবনে খুবই ভাল উপকার পাওয়া যায়।

এছাড়াও রাতে ঘুমানোর আগে কিছু করণীয়-বর্জনীয় কাজ রয়েছে। নিচে সেগুলো তুলে ধরা হলো—

তাই রাতের বেলা কোনো অহেতুক কাজ, ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া ঘাটা, কোনো বিনোদন মূলক ভিডিও দেখে সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত। কেনোনা রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে যদি মন বেশ চঞ্চল থাকে তাহলে রাতে ঘুম হতে অনেক সমস্যা হয়। তাই এই মন্ত্র জপ করে যদি শান্ত চিত্তে ঘুমিয়ে পড়েন তাহলে পরের দিন কাজ কর্মে উৎসাহ আসবে, জীবনেও সমস্যা সমাধান হবে।

Related posts

হাজার চেষ্টা করেও কিছুতেই ওজন কমছিল না! অবসাদে ১১ তলা থেকে ঝাঁপ দিলেন ব্যাক্তি

News Desk

বিদ্যুতের খুঁটি থেকে ঝুলছে বধূর নিথর দেহ! কেন এমন মর্মান্তিক পরিণতি শুনলে শিউরে উঠবেন

News Desk

সামান্য কারণে নিজের ছোট বোনকে ৫ প্রেমিকের হাতে তুলে দিল তরুণী! পরিণতি হলো ভয়াবহ!

News Desk