Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কোথাও চুল পড়ে থাকতে দেখলে হয় প্রবল আতঙ্ক! জানেন চুল নিয়ে এই অদ্ভুত ফোবিয়া সম্পর্কে

আমাদের অনেকের মধ্যেই থাকে নানা ধরনের ফোবিয়া। যেমন অনেক মেয়ের মধ্যেই একটি সাধারণ ভীতি কাজ করে থাকে আরশোলা নিয়ে। এছাড়া টিকটিকি, মাকড়সা ইত্যাদি অনেক কিছু দেখলেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন অনেকে। কেন হয় এমন সব ফোবিয়া তার সঠিক কারণ সেইভাবে না জানা থাকলেও মনে করা হয় সভ্যতার ইতিহাসে কখনও না কখনও এই সমস্ত জিনিস মানুষের মনে কোনো আতঙ্কের কারণ হয়েছিল। কিন্তু আজ এমন একটি ফোবিয়ার কথা এখানে বলব যা বেশ অদ্ভুত। স্বাভাবিক ফোবিয়ার বাইরে মানুষের মধ্যে অনেক অদ্ভুত ফোবিয়া আছে। তেমনই একটি ফোবিয়ার নাম কিটোফোবিয়া (Chaetophobia)।

কিটোফোবিয়া একটি বিরল ফোবিয়া যা চুলের ব্যাপারে মানুষের মনে অযৌক্তিক, অস্বাভাবিক এবং ক্রমাগত ভয় সৃষ্টি করে। কিটোফোবিয়া (Chaetophobia) শব্দটি গ্রিক শব্দ khaite থেকে উদ্ভূত যার অর্থ ‘আলগা প্রবাহিত চুল’। চুল নিয়ে এই ধরনের ফোবিয়ায় আরো কতগুলি ধরন আছে যেমন ট্রাইকোপ্যাথফোবিয়া বা ট্রাইকোফোবিয়া। এই ফোবয়াতে আক্রান্ত ব্যাক্তির মনে আসে চুল (Fear of Hair) নিয়ে চরম ভয়।

ঠিক কেমন ধরনের ভয় ধরায় এই কিটোফোবিয়া!

সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে করতে হঠাৎই আপনার চোখে পড়ল ঘন কালো চুল নিয়ে দাড়িয়ে থাকা কারো ছবি। অথবা ঘন লম্বা দাড়ি ওয়ালা কেউ। আপনার কাছে এটি স্বাভাবিক মনে হলেও এমন জাতীয় ঘন চুলের ছবি দেখলে আতঙ্কিত হয়ে পড়েন কিটোফোবিয়াতে আক্রান্ত মানুষজন। এমনকি তারা ঘন লম্বা চুল বা দাড়িওয়ালা মানুষের থেকে দূরে থাকতেই পছন্দ করেন। এরা নিজেদের চুলের মধ্যে হাত দিতেও পছন্দ করে না। এমনকি কোথাও মেঝের মধ্যে কয়েকটা চুল পড়ে থাকতে দেখলে বা চিরুনিতে দু একটি চুল জড়িয়ে থাকতে দেখলে তাদের শরীর ভয়ে কাঁটা দেয়। এমনকি যেকোনো শাম্পুর বিজ্ঞাপনও চোখের সামনে এলে তাদের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এই ধরনের ফোবিয়া আছে এমন মানুষজন নিজের বা অন্য কারো মাথা থেকে চুলের ঝরে পরাকেও বিশেষ ভাবে ভয় পায়। এমনকি কোনো পশুর লোমও তারা সহ্য করতে পারে না। এমনকি নিজেদের চুল ঠিক মত ছুঁতেও এরা মারাত্বক অস্বস্তি বোধ করেন। অনেকে প্যানিক অ্যাটাকেরও (Panick Attack) শিকার হন। এই ফোবিয়ায় আক্রান্ত মানুষেরা ভিন্ন ভিন্ন ভাবে চুল নিয়ে আতঙ্ক অনুভব করতে পারে।

বাকি ফোবিয়া সংক্রান্ত সমস্যার মতন এরও কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। কিন্তু কাউন্সিলিং করিয়ে, বা আনক্সইটি (Anxiety) কমানোর কমানোর কিছু ওষুধ দিয়ে একে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়।

Related posts

আপত্তিকর ভাবে ধরা পড়ল পরকিয়ারত যুবক যুবতী! শাস্তি দিতে যা করলো গ্রামবাসীরা; ঘটনার ভিডিও ভাইরাল

News Desk

হস্তীর মৃত শরীরের উপর সিংহবাহিনী দেবী! কে এই দেবী জগদ্ধাত্রী?

News Desk

৩ মেয়ের পর ছেলে চেয়ে একত্রে জন্ম নিল ৪ সন্তান! এখন সকলের কাছে সাহায্য চাইছেন বাবা

News Desk