Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

দেশের গুপ্তচর সংস্থার প্রধানদের নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, কি সেই সিদ্ধান্ত

কেন্দ্রের বড়সড় সিদ্ধান্ত দেশের গুপ্তচর সংস্থা ‘র’ এবং গোয়েন্দা সংস্থা ‘আইবি’ এর দপ্তরে। মোদি সরকার। দুই সংস্থার প্রধানদের মেয়াদ আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিল। ফলে আরও একবছর সামন্ত কুমার গোয়েল রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (Research and Analysis Wing) বা RAW প্রধানের দায়িত্বে থাকবেন। একইভাবে আরও একবছরের জন্য অরবিন্দ কুমার ইন্টেলিজেন্স ব্যুর বা IB প্রধানের দায়িত্ব সামলাবেন। বৃহস্পতিবার এই সংক্রান্ত নির্দেশিকা কেন্দ্রের তরফে জারি করা হয়েছে।

কেন্দ্রের বড়সড় সিদ্ধান্ত দেশের গুপ্তচর সংস্থা 'র' এবং গোয়েন্দা সংস্থা 'আইবি' এর দপ্তরে। মোদি সরকার। দুই সংস্থার প্রধানদের মেয়াদ আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিল। ফলে আরও একবছর সামন্ত কুমার গোয়েল রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (Research and Analysis Wing) বা RAW প্রধানের দায়িত্বে থাকবেন। একইভাবে আরও একবছরের জন্য অরবিন্দ কুমার ইন্টেলিজেন্স ব্যুর বা IB প্রধানের দায়িত্ব সামলাবেন। বৃহস্পতিবার এই সংক্রান্ত নির্দেশিকা কেন্দ্রের তরফে জারি করা হয়েছে। দেশের গুপ্তচর সংস্থা 'র' প্রধানের দায়িত্বে থাকা সামন্ত কুমার গোয়েলের চলতি বছরের ৩০ জুনই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু অল ইন্ডিয়া সার্ভিসেস রুলের ১৬ (১এ) এবং ৫৬ (ডি) ধারা অনুযায়ী, বৃদ্ধি করা হল তাঁর মেয়াদ । আরও এক বছরের জন্য ১৯৮৪ সালের পাঞ্জাব ক্যাডারের এই আইপিএস অফিসার এই পদের দায়িত্ব সামলাবেন। অন্যদিকে, একই ভাবে 'আইবি' প্রধান অরবিন্দ কুমারের চলতি বছরের ৩০ জুনই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পূর্ব উল্লিখিত আইনে একবছরের জন্য বৃদ্ধি করা হয়েছে অসম ক্যাডারের এই আধিকারিকের মেয়াদও। মন্ত্রিসভার অ্যাপয়েন্টমেন্টস কমিটি অনুমোদন দিয়েছে এই মেয়াদ বৃদ্ধিতে। এদিকে, গত ফেব্রুয়ারি থেকে ফাঁকা থাকার পর সম্প্রতিই আইপিএস অফিসার সুবোধকুমার জয়সওয়াল নয়া সিবিআই প্রধান হিসেবে নিযুক্ত হলেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) নেতৃত্বাধীন ৩ সদস্যের কমিটি তাঁকে বেছে নিল। ওই কমিটিতে মোদি ছাড়া দেশের প্রধান বিচারপতি এনভি রামানা (NV Ramana) রয়েছেন‌ ও লোকসভায় বিরোধী নেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। বর্তমানে মহারাষ্ট্রের ক্যাডার সুবোধকুমার ডিরেক্টর জেনারেল পদে রয়েছেন সিআইএসএফ-এর । প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই পূর্বতন প্রধান ঋষিকুমার শুক্লার মেয়াদ শেষ হয়ে যায় । বর্তমানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভারপ্রাপ্ত প্রধান হিসেবে সিবিআইয়ের অতিরিক্ত ডিরেক্টর প্রবীণ সিনহা দায়িত্ব সামলাচ্ছিলেন।

দেশের গুপ্তচর সংস্থা ‘র’ প্রধানের দায়িত্বে থাকা সামন্ত কুমার গোয়েলের চলতি বছরের ৩০ জুনই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু অল ইন্ডিয়া সার্ভিসেস রুলের ১৬ (১এ) এবং ৫৬ (ডি) ধারা অনুযায়ী, বৃদ্ধি করা হল তাঁর মেয়াদ । আরও এক বছরের জন্য ১৯৮৪ সালের পাঞ্জাব ক্যাডারের এই আইপিএস অফিসার এই পদের দায়িত্ব সামলাবেন।

অন্যদিকে, একই ভাবে ‘আইবি’ প্রধান অরবিন্দ কুমারের চলতি বছরের ৩০ জুনই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পূর্ব উল্লিখিত আইনে একবছরের জন্য বৃদ্ধি করা হয়েছে অসম ক্যাডারের এই আধিকারিকের মেয়াদও। মন্ত্রিসভার অ্যাপয়েন্টমেন্টস কমিটি অনুমোদন দিয়েছে এই মেয়াদ বৃদ্ধিতে।

এদিকে, গত ফেব্রুয়ারি থেকে ফাঁকা থাকার পর সম্প্রতিই আইপিএস অফিসার সুবোধকুমার জয়সওয়াল নয়া সিবিআই প্রধান হিসেবে নিযুক্ত হলেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) নেতৃত্বাধীন ৩ সদস্যের কমিটি তাঁকে বেছে নিল। ওই কমিটিতে মোদি ছাড়া দেশের প্রধান বিচারপতি এনভি রামানা (NV Ramana) রয়েছেন‌ ও লোকসভায় বিরোধী নেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। বর্তমানে মহারাষ্ট্রের ক্যাডার সুবোধকুমার ডিরেক্টর জেনারেল পদে রয়েছেন সিআইএসএফ-এর । প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই পূর্বতন প্রধান ঋষিকুমার শুক্লার মেয়াদ শেষ হয়ে যায় । বর্তমানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভারপ্রাপ্ত প্রধান হিসেবে সিবিআইয়ের অতিরিক্ত ডিরেক্টর প্রবীণ সিনহা দায়িত্ব সামলাচ্ছিলেন।

Related posts

ভয়াবহ! নামখানায় গণধর্ষণের পর মহিলার গোপনাঙ্গে কেরোসিন ঢেলে পোড়ানোর চেষ্টা!

News Desk

কাল থেকে শুরু নবরাত্রি। ৯ দিনের কোন দিন মা দুর্গার কোন ৯টি রূপের পুজো হয় ও তার গুরুত্ব

News Desk

বয়ঃসন্ধিকালে পৌঁছলেই এই রহস্যময় গ্রামের মেয়েরা হয়ে যায় ছেলে! কেন?

dainikaccess