দুটি পাঁউরুটির পিসের মাঝের অংশে ভরা মাংসের পুর। বেশ জনপ্রিয় খাবার এইভাবে প্রস্তুত একটি স্যান্ডউইচ। সাধারণত এই ভাবে অথবা দুই স্লাইসে পরিবেশিত হয় এই স্যান্ডউইচ। কিন্তু ভাবুন তো সেই স্যান্ডউইচকেই যদি ছোট্ট ছোট্ট এত টুকরোতে কাটা হয় যে আঙুলে ধরে খাওয়াই কঠিন হয়ে যায়। এতোটাই ছোট স্যান্ডউইচ এর টুকরো খেতে রীতিমতন বেগ পেতে হবে। সকালবেলায় ব্রেকফাস্ট এর অর্ডার দিয়ে খাবার খেতে গিয়ে এমনই অভিজ্ঞতার মুখোমুখি হলেন এক ব্যক্তি। কিন্তু কোনো রেস্তোরাঁ এমন ভাবে কোনো গ্রাহক কে কেন স্যান্ডউইচ পরিবেশন করবে? সম্প্রতি এমনই একটা খবর পরিবেশিত হয়েছে বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায়।
জানা গেছে যে ক্যাফের থেকে কেন ওই ভাবে ওই স্যান্ডউইচ এত ছোট ছোট টুকরোয় সরবরাহ করেছে, তার অবশ্য একটি ব্যাখ্যা পাওয়া গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে স্যান্ডউইচটির ছবি শেয়ার করে এক ব্যক্তি জানিয়েছেন, ‘ক্রেতা ব্যাক্তি স্যান্ডউইচের দাম মিটিয়েছেন ১০ পেনির অনেকগুলি কয়েনে। বদলে বহু টুকরো করা স্যান্ডউইচ পেয়েছেন!’
ছোট ছোট টুকরো করা স্যান্ডউইচের ওই ছবিটি মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। ব্যাপারটি বহু নেট নাগরিকই ‘ইটের বদলে পাটকেল’ বলে মজা করেছেন। তবে অনেকে আবার এই বিষয়টি দেখে বেশ হতাশ। ক্যাফে কর্তিপক্ষের এহেন আচরণে তারা মজা পানওনি। তাঁদের বক্তব্য, কেউ তাঁর কষ্টে করে উপার্জন করা টাকা কী ভাবে খরচ করবেন, সেটি পুরোপুরি তাঁর সিদ্ধান্ত। ক্যাফেটি কয়েনে দাম নিতে অস্বীকার করতে পারত। তা না করে তারা অর্ডার নিয়েছে। এবং প্রতিশোধ নিতে অতিরিক্ত সময় ব্যয় এরম টুকরো টুকরো স্যান্ডউইচ তৈরী করেছে।