Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে অবসাদগ্রস্ত ব্যবসায়ী, পাশে পড়ে রক্তমাখা বঁটি! ঘটনায় চাঞ্চল্য

বর্তমান যুগে যে কোনও মানুষেরই মানসিক সমস্যা দেখা দেওয়া খুবই সাধারণ বিষয়। মানসিক অবসাদে বা মানসিক চাপে থাকটে শুরু করেছে মানুষ। এখনকার সময়ে সবাই কোনও না কোনও মানসিক সমস্যার শিকার সে কেউ কম আর কেউ বেশি। কিন্তু এই মানসিক অবসাদ বা মানসিক চাপ অনেক সময় এতটাই মারাত্বক হয়ে ওঠে যার ফল হয় ভয়ঙ্কর।

মানসিক অবসাদে ছিলেন অনেক দিন ধরেই। আর এই মানসিক চাপ এতটাই হয়ে গেছিলো যে আর সহ্য করতে না পেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন এক হোটেল ব্যবসায়ী। হাওড়ার ডুমুরজলা এলাকার HIT আবাসনে শনিবার সকালে ওই ঘটনাটি ঘটেছে।

এই সময় ডিজিটালের এক প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে যে ওই ব্যবসায়ীর নাম অরূপ পাল। পাশাপাশি এও জানা গিয়েছে, নিজেকে মেরে ফেলতে তিনি গলায় বটির কোপ মেরেছেন। হোটেলের সমস্ত কাজ সেরে এসে তার স্ত্রী ঘরে ঢুকেই দেখেন যে , রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন তাঁর স্বামী। তার স্বামীর দেহের পাশেই রক্ত লেগে থাকা বটি পরে রয়েছে। এই দৃশ্য দেখা মাত্রই অরূপবাবুর স্ত্রী তার প্রতিবেশী দের খবর দিয়ে দেন।

পুলিশ চলে আসে ওই এলাকায়। এরকম রক্তাক্ত অবস্থাতেই অরূপবাবুকে ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালে। বর্তমানে সেখানেই ভর্তি রয়েছেন তিনি চিকিৎসার জন্য। ওই ঘটনাস্থল থেকে আত্মঘাতী অরূপবাবুর রক্তাক্ত বতিটি উদ্ধার করেছে পুলিশ।

ওই ব্যবসায়ীর স্ত্রী জোৎস্না পাল বলেছেন, হোটেলের কাজকর্ম সামলান তিনি ও তাঁর স্বামী দু’জনেই। কয়েকদিন আগে অরূপবাবুর পা ভেঙে যায় আর তারপর থেকেই তিনি বাড়িতে বসে আছেন।

স্ত্রীর আরও জানিয়েছেন যে , অত্যধিক মদ্যপান করতেন অরূপ। অনেক সময় তা নিয়ে অশান্তি হত। কিন্তু এই নেশা কোনোমতেই ছাড়তে পারেননি তিনি। তবে বিগত বেশ কিছুদিন ধরে বাড়িতেই থাকতেন অসুস্থতার জন্য। খুব বেশি কথাও বলতেন না কারোর সাথে। গোটা ব্যাপারটা পুলিশ তদন্ত চালাচ্ছে।

পুলিশ সূত্রে খবর, একটি ছোটখাটো খাবারের হোটেল চালান এলাকার বাসিন্দা অরূপ পাল। একটি দুর্ঘটনায় তাঁর পা ভেঙ্গে যায় দিন পাঁচেক আগে। তিনি বাড়িতেই চুপচাপ থাকতেন এরপর থেকেই। এদিন ওই ব্যবসায়ী গলায় কোপ মেরে আত্মহত্যার চেষ্টা করেন অবসাদ থেকে।

মানসিক অবসাদ ঘিরে এমন ঘটনা বার বার প্রকাশ্যে আসায় সতর্ক করছেন বিশেষজ্ঞরা। সঠিক ভাবে নিয়ন্ত্রণ না করলে মানসিক অবসাদ এর থেকে দেখা দিতে পারে বড় সমস্যা। বহু মানুষ আত্মহত্যার পথও বেছে নিয়েছে অবসাদের (Depression) জন্য। মানসিক অবসাদ নানা কারণে দেখা দেয়। তাই বিশেষজ্ঞদের শরণাপন্ন হওয়াই বাঞ্ছনীয় এর থেকে মুক্তি পেতে।

Related posts

করোনা কলে মানুষের পাশে ত্রিপুরার বিজেপি সরকার, ৫৭৯ কোটি টাকার প্যাকেজ।

News Desk

মায়ের কাছ থেকে টাকা নিতে নিজেরই অপহরণ করলো মেয়ে! তারপর…

News Desk

গর্ভবতী স্ত্রীকে মায়ের কাছে রেখে এসে বেপাত্তা স্বামী! ফেসবুকে ছবি দেখে হতবাক স্ত্রী..

News Desk