Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

যৌন মিলন করতেই হবে! পুলিশের গাড়িতে উঠে বসে জোড়াজুড়ি তরুণীর! তারপর…

এক মদ্যপ অবস্থায় থাকা মহিলাকে বাড়ি পৌঁছে দিতে চেয়েছিলেন কর্তব্যরত পুলিশ অফিসার। কিন্তু কারোর উপকার করতে গিয়ে যে এমন বিপদে পড়বেন তা কখনই ভেবে দেখেননি তিনি। গাড়ি চলাকালীন মাঝরাস্তায় যৌনতায় (Physical intimacy) বাধ্য করেন তরুণী, ওই অফিসারকে। আর এই ঘটনা ঘটে গাড়ির মধ্যেই। সম্পূর্ণ ঘটনায় তিনি এমনই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে এখনো মনে পড়লে শিউরে ওঠেন লি ককিং। বর্তমানে চাকরি থেকে অবসর নিয়েছেন তিনি। কিন্তু এতদিন পর নিজের এই ভয়ঙ্কর অভিজ্ঞতার ব্যাপারে সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন ব্রিটিশ এই প্রাক্তন সার্জেন্ট।

এই ঘটনার কারণে খুব বড় একটা ঝামেলায় তাকে পড়তে হয়েছে। অবশেষে ২০২১ সালে সেই ফৌজদারি মামলার থেকে মুক্তি পান তিনি। সেখানকার পুলিশ সদর দপ্তরে এখনো দায়িত্বজ্ঞান হীনতার মামলা জারি রয়েছে। সেই শুনানিতেই নতুন করে এই ঘটনার ব্যাপারে মুখ খুললেন ককিং।

আসলে সেদিন কি হয়েছিল? ঘটনাটি ২০১৭ সালের ক্রিসমাসের আগ দিয়ে ঘটেছিল বলে জানিয়েছেন তিনি। চারদিকে পার্টির আমেজ। লোকে দেদার পার্টি করছে, মদ খাচ্ছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি চালাচ্ছে ব্যবস্থাপকরা। ঠিক এমন অবস্থাতেই এক তরুণীকে মদ খেয়ে নৈশ্য পার্টিতে প্রচন্ড উপদ্রব করার জন্য সেখান থেকে বের করে দেওয়া হয়। ওই অবস্থায় তাকে দেখে ককিং তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা জানায়। যদিও তিনি দুঃস্বপ্নেও ভাবতে পারেননি যে কি ঘটতে চলেছে তার সাথে।

গাড়ি চলাকালীন হঠাৎ করেই ককিংয়ের কোলে বসে পড়ে ওই তরুণী। নামিয়ে ফেলেন নিম্নাঙ্গের অন্তর্বাস এবং যৌনতার জন্য পুলিশ সার্জেন্ট কে সমানে জোর করতে থাকেন। ককিং এ ব্যাপারে জানাচ্ছেন, ”খুব ভয় পেয়ে গেছিলাম আমি। আগে কখনো এমন অবস্থায় পড়িনি আমি। অনেকবার বলেছি আমার পরিবার রয়েছে। আমি এসব একদম চাইনা। শুধুমাত্র চাকরি নয় এই কারণে আমি সব হারাতে পারি।” যদিও এতে কোনও লাভ হয়নি। তাকে রীতিমতো যৌনসঙ্গমে বাধ্য করেন তিনি।

এই ঘটনার পর ককিং আইনি জটিলতায় পড়েন। উর্দি পরা অবস্থায় আইন অমান্যের মামলা হয়েছিল তার বিরুদ্ধে। যদিও বর্তমানে ফৌজদারি মামলা থেকে মুক্তি পেয়েছেন তিনি। আর ওই তরুণী এদিনও শুনানিতে আসেননি।

Related posts

সামনে কি করোনার চতুর্থ ঢেউ? গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত প্রায় দ্বিগুণ, বাড়ল মৃত্যুও

News Desk

বারবার আম খেতে চাইতো ৫ বছরের শিশু! অঘোরে প্রানটাই দিয়ে দিতে হলো এই কারণে

News Desk

প্রেমে পড়ে বাড়ি ছেড়ে পালানোর আড়াই মাস পর আদালতে পৌঁছল দুই সমকামী তরুণী! কি কারণ

News Desk