Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সারাসপ্তাহ সেক্স করলে বাড়ী ভাড়া মকুব, বিকল্প পদ্ধতিতে ভাড়া মেটানোর প্রস্তাব দিয়ে বিপাকে বাড়ীর মালিক

“বিনা পয়সায় মিলতে পারে বাড়ি ভাড়া, কিন্তু শর্ত পরিবর্তে আমার সাথে গোটা সপ্তাহ সেক্স করতে হবে”, এমন প্রস্তাব দিয়ে বিপাকে পড়লেন বাড়ির মালিক। ঘটনাটি ব্রিটেনের।

কিছুদিন আগে নিজের বাড়ি ভাড়া দেওয়ার বিজ্ঞাপন দিয়েছিলেন এক ব্যাক্তি। ব্রিটেনের কার্ডিফের বাড়ি ভাড়া দিতে চাওয়া ওই ব্যাক্তি সাপ্তাহিক ৬৫০ পাউন্ডের বিনিময়ে বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দিয়েছিলেন। কিন্তু সাথে সাথে বিজ্ঞাপনে আরও একটি জিনিস ছিল চোখে পড়ার মতন। লেখা ছিল ‘বিকল্প পদ্ধতিতে পেমেন্ট’ করলে বাড়ি ভাড়া এই ৬৫০ পাউন্ডের থেকে কমেও যেতে পারে। কিন্তু কী সেই ‘বিকল্প পেমেন্ট’ পদ্ধতি? সেই বিষয়ে কিছু বলা ছিল না বিজ্ঞাপনটিতে।

বিজ্ঞাপনটিতে বলা সেই বিকল্প পেমেন্ট’ পদ্ধতি আসলে কি? তার উত্তর খুঁজতে তদন্তে নামেন ওয়েলসের সাংবাদিক সিয়ান থমাস। ওই মহিলা সাংবাদিক বাড়ী ভাড়া নিতে ইচ্ছুক ভাড়াটে সেজে বাড়িওয়ালার কাছে উপস্থিত হন। সে সময়েই বাড়ি ভাড়া সংক্রান্ত লেনদেন আর কিভাবে কম হতে পারে বাড়ি ভাড়া এই সমস্ত আলোচনার মধ্যেই এক সপ্তাহ সেক্স করে ফ্রীতে বাড়ি ভাড়া নেওয়ার অফার দেয় ওই বাড়িওয়ালা। তার সাথে বাড়িওয়ালার সম্পূর্ন কথপোকথন ক্যামেরাবন্দি করেন সিয়ান থমাস। পরে সেটি টিভি নিউজ এ সম্প্রচার করা হয়। এতে বেশ ফ্যাসাদে পড়েছেন বাড়িওয়ালা। মহিলাদের এরম কুপ্রস্তাব দেওয়ার জন্য পুরো ব্রিটেনে সমালোচিত হচ্ছেন তিনি।

sex for rent in Britain

কিন্তু এই ধরনের প্রস্তাব গোটা ইংল্যান্ডেই এক সমস্যা হয়ে দাড়িয়েছে। বাড়ি ভাড়া খুঁজতে গেলে প্রায়শঃই বাড়ির মালিকদের কাছ থেকে এমন ধরনের ‘সেক্স ফর রেন্ট’ এর কুপ্রস্তাব পেয়ে থাকেন ব্রিটেনের মহিলারা। এমনকী পরিস্থিতির শিকার হয়ে বাড়ি ভাড়ার জন্য বহু ব্রিটিশ মহিলা এই ধরনের যৌন নিগ্রহের শিকার হচ্ছেন। সেক্স ফর রেন্ট এই শব্দটা তাই এখন তাঁদের কাছে বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। ব্রিটেনের এক সমীক্ষা জানাচ্ছে গত ১ বছরে সেই দেশে প্রায় দুই লক্ষ নারী এই জাতীয় প্রস্তাবের সন্মুখীন হয়েছেন। যত দিন গড়াচ্ছে এই সংখ্যাটা বাড়ছে।

Related posts

আজ থেকে শুরু হচ্ছে পুরীর জগন্নাথ রথযাত্রা! জানেন কি কি হয় এই যাত্রার মোট ৯ দিনে?

News Desk

এই ফুলের দর্শন পেতে অপেক্ষা করতে হয় এক যুগ, এবছর পাহাড় ছাইল সেই নীলকুরিঞ্জি ফুলে

News Desk

জন্ম কি রাতে? জানুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কেমন হয় রাতে জন্মানো মানুষের চরিত্র

News Desk