Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বিয়েতে আমন্ত্রিত অতিথিদের পরিবেশন করা হল গাঁজা মেশানো খাবার! তারপরই যা ঘটলো..

পৃথিবীতে বিয়ে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার নামে মানুষ কত কী করে? সম্প্রতি, আমেরিকা থেকে এক নববধূর বিয়ের কেক আর খাবার ঘিরে ঘটে যাওয়া এক ঘটনা সারা বিশ্ব চর্চিত হচ্ছে। ঘটনাটি আমেরিকার ফ্লোরিডার। যেখানে এক কনে নিজের বিয়েতে চমকপ্রদ কিছু করতে গিয়ে অতিথিদের উদ্দেশ্যে আনা খাবার আর কেকে গাঁজা মিশিয়ে রেখেছিলেন। এই কাজের জন্য কনে অবশ্য হাত মিলিয়েছিল ক্যাটারিং টিমের সাথেও। কিন্তু সেই খাবার অতিথিদের পরিবেশন করার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় শোরগোল। কি হয়েছিল তারপর? জানুন পুরো ঘটনাটা।

হিন্দুস্তান টাইমস বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে গাঁজার রস ও গাঁজা পাতা খাবারে মিশিয়ে পরিবেশন করা হয়েছিল বিয়ে বাড়িতে আমন্ত্রিত অতিথিদেরই। হ্যাঁ ঠিকই শুনেছেন, সম্প্রতি ওই বিয়ে বাড়িতে বিয়ের কনের বিরুদ্ধেও এমনই অভিযোগ উঠলো। আর এই খাবার খেয়েই প্রায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন। কেউ নেশায় বিভোর হয়ে যান তো কারও মাথা ঘুরে গেছে। কেউ বমি শুরু করেন। তার মধ্যে অনেককে হাসপাতালেও ভর্তি করতে হয়েছে।

পরবর্তীতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে অনেকে একসঙ্গে বিষয়টি পুলিশের কাছে নিয়ে যান। তারপর পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে এমনটাই ভাবা হয়েছিল যে , সম্ভবত এমন ঘটনা ঘটেছে খাবারে বিষক্রিয়ার কারণেই। কিন্তু যদি এমনই হয় তবে নেশা হবে কেন? তদন্তে তখনই গাঁজার ব্যাপারটি সামনে আসে। আমেরিকার ফ্লোরিডায় এক বিয়ে বাড়ীতে এই ঘটনাটি ঘটেছে।

অতিথিরা জানিয়েছেন যে , খাবারে গাঁজা পাতার রস মিশিয়ে দেওয়া হয়েছিল । শুধু খাবারেই নয় , কেক থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি সবেতেই ছিল গাঁজা পাতা দেওয়া ছিল। এর কারণেই এমন অবস্থা হয়েছিল। পাউরুটি, ভাত আর শস যখন পরীক্ষা করা হল তখন এমন তথ্যই সামনে উঠে এসেছে। গাঁজার প্রমান মিলেছে তাতে।

পুলিশ দু’জনকে বিয়ে বাড়ি সম্পর্কিত ঘটনায় গ্রেফতার করলেও এখনও স্পষ্টভাবে জানা যায়নি, তারা এই কাজ কেন করেছে। তবে অনেকেরই ধারণা, বিষয়টি এমন মারাত্মক আকার নেয় নিছক চমকপ্রদ কিছু করতে গিয়েই।

Related posts

খসে গেছিল পুরুষাঙ্গ! পুনরায় প্রতিস্থাপন করে হাতে সেটি বসালো চিকিৎসক! তারপর…

News Desk

অদ্ভুত ভাবে যৌনতাকে উপভোগ! ৬ জন মহিলা জানালেন তাদের সেক্সটিং অভিজ্ঞতা

News Desk

সদ্য জন্মানো মেয়ের নাম ‘পকোড়া’! কেন ব্রিটিশ দম্পতির এই অদ্ভুত ইচ্ছা শুনলে অবাক হবেন

News Desk