Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

প্রেমিকের বিয়ে ঠিক অন্যত্র, শুনেই গার্লফ্রেন্ড পুলিশ নিয়ে পৌঁছল, তারপর..

প্রেমের সম্পর্ক বেশ জটিল। ভালোবেসে কিছু কিছু মানুষ যেখানে একসাথে সাত জন্ম কাটাতে চায় , নিজের প্রিয়জনের জন্য সব কিছু করতে প্রস্তুত সেখানে কিছু কিছু মানুষ প্রেমে প্রতারণা করতেও পিছপা হয় না। এমনকি কখনো কখনো এতে পরিবারের ও হাত থাকে। এমনই এক ঘটনা সামনে এসেছে মধ্যপ্রদেশ থেকে। সেখানে এক প্রেমিকের প্রতারণা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মধ্যপ্রদেশের দামোহ (Madhya Pradesh Damoh) সিটি কোতোয়ালি থানা এলাকায়, ১৯ বছর বয়সী এক তরুণী জানতে পারে দীর্ঘদিন প্রেম করার পরেও তার প্রেমিক অন্যত্র বিয়ে করছে। এটা জানা মাত্রই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক বিয়ে করছে না এই অভিযোগ নিয়ে মহিলা থানায় পৌঁছয়। পুলিশ মেয়েটিকে নিয়ে প্রেমিকের বাড়িতে পৌঁছলে জানা যায়, বাবার তাদের সম্পর্কে সন্তুষ্ট না হওয়ার কারণে অন্য জায়গায় বিয়ে করছেন যুবক। এরপর পুলিশ তাদের বুঝিয়ে বললে যুবকের পরিবারের সদস্যরা রাজি হন যুগলের বিয়েতে। এরপর মন্দিরেই বিয়ে হয় দুজনের।

মহিলা স্টেশন ইনচার্জ সুষমা শ্রীবাস্তব জানিয়েছেন, তরুণীর অভিযোগ পেয়ে পুলিশ ওই যুবকের বাড়িতে পৌঁছয়। তদন্তে দেখা যায় যে, যুবকটিও মেয়েটিকে ভালোবাসে, কিন্তু তার পরিবার চায় না যুবক তার প্রেমিকাকে বিয়ে করুক। যুবক ও তার প্রেমিকা জানান, পাঁচ বছর আগে মেলায় তাদের দুজনের পরিচয় হয়।

এরপর থেকে দুজনেই একে অপরের সাথে কথা বলতে, দেখা করতে শুরু করলে তারা একে অপরের প্রেমে পড়ে। যুবকের বাবা চাননি এই বিয়ে হোক। একইসঙ্গে ওই যুবক জানান, তিনি মেয়েটিকে বিয়ে করতে চান, কিন্তু তার বাবা এই বিয়ের জন্য প্রস্তুত নন। তবে পুলিশ বোঝানোর পর তিনি রাজি হন। ছেলেটিও মেয়েটির সাথে থাকতে রাজি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিবারের সদস্যদের উপস্থিতিতে জেলা সদরে অবস্থিত জটাশঙ্কর মন্দিরে প্রেমিকের সঙ্গে মেয়েটির বিয়ে হয়।

Related posts

স্বামীর ইনকাম যথেষ্ট নয়! কম আয়ের কারণে ক্ষিপ্ত স্ত্রী ঘটালো ভয়াবহ কান্ড!

News Desk

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তাওকতে: ৩ রাজ্যে জারি সতর্কতা

News Desk

ভারতে এখনও মারাত্মক করোনা, দৈনিক সংক্রমণ কিছুটা হ্রাস পেলেও মৃত্যুর সংখ্যা ফের ৪ হাজার টপকালো

News Desk