তামিলনাড়ুর কুনুরে সেনাবাহিনীর চপার MI-17V5 দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে চীফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী সহ বহু সেনা কর্তার। তার এমন দুর্ভাগ্যজনক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, হোম মিনিস্টার অমিত শাহ সহ বহু বিশিষ্ট জন।
তবে এমন নয় যে এমন দুর্ঘটনার সম্মুখীন তিনি এই প্রথমবার হলেন। এর আগেও প্রায় ৬ বছর আগে নাগাল্যান্ডের ডিমাপুরেও তিনি যাত্রা করার সময় ভেঙে পড়ে তাঁর কপ্টার ‘চিতা’। তখন অল্পের জন্য রক্ষা পেয়ে ছিলেন বিপিন রাওয়াত। সেই সময় তিনি ভারতীয় সেনা বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদে কর্মরত ছিলেন। সেই হেলিকপ্টারে ছিলেন ২০১৫-র ফেব্রুয়ারি মাসে দুই সেনা কর্তা সহ তার কপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে বিপদে পরে। দুই সেনা কর্তা ছিলেন চালকের আসনে। আকাশপথে হঠাৎই ইঞ্জিন বন্ধ হয়ে যায় হেলিকপ্টারটির। প্রায় ২০ ফুট উঁচু থেকে সোজা মাটিতে আছড়ে পড়ে। তবে কপ্টারে সওয়ার যাত্রীদের ভাগ্য জোরে সামান্যই আঘাত লাগে।
তবে ৬ বছর পরে আবারও সেই চপার দুর্ঘটনার সম্মুখীন হয়ে প্রাণ হারালেন দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।
বুধবার বেলা ১২.২০ নাগাদ বিপিন রাওয়াতকে নিয়ে নীলগিরির দুর্গম জঙ্গল পরিবেষ্টিত চা বাগানে ভেঙে পড়ে বায়ুসেনার কপ্টার। বিপিন রাওয়াত কে ঝলসে যাওয়া অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তার দুর্ঘটনায় পড়ার খবর সামনে আসা মাত্রই দেশ জুড়ে শুরু হয় প্রার্থনা। এরই মধ্যে খবর আসে মারা গিয়েছেন বিপিন রাওয়াত এর স্ত্রী মধুলিকা রাওয়াত। অবশেষে খবর আসে বিপিন রাওয়াত এর লড়াই থেমে যাওয়ার ও। কপ্টারে বিপিন রাওয়াত আর তার স্ত্রীর পাশাপাশি ছিলেন নায়েক গুরসেবক সিংহ, নায়েক জিতেন্দ্র কুমার, ছিলেন ব্রিগেডিয়ার এল এস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহ, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা। তাঁদের এমন দুর্ভাগ্যজনক আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ।