Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কেন সোনার গয়না পড়তে এত ভালোবাসেন বাপ্পি লাহিড়ি? জন্মদিনে জানালেন নিজেই

কয়েকদশক ধরে ভারতীয় সিনেমার সংগীত জগতে রাজ করছেন লেজেন্ডারি সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ি। আজও তাঁর গানের জনপ্রিয়তা তুঙ্গে। ১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেছিলেন সকলের পছন্দের বাপ্পিদা। বলিউডের রক ও ডিস্কো মিউজিকের প্রবর্তক তিনিই। উল্লেখ্য, ‘জিমি জিমি’, ‘ডিসকো ড্যান্সার’সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী বাপ্পি লাহিড়ী। এক বছরে ৩৩ সিনেমায় ১৮০টি গান করে গিনেস বুকে নাম লিখিয়েছেন তিনি। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে পেয়েছেন অসংখ্য সম্মাননা ও পুরস্কার।

বাপ্পি লাহিড়ীর জুয়েলারি কালেকশন যেকোনো গয়নাপ্রেমীর কাছে ঈর্ষণীয়। তবে কেন এত গয়না পরতে ভালোবাসেন তিনি? এক সাক্ষাৎকারে গয়নার প্রতি ভালোবাসার কারণ জানিয়েছেন এই কিংবদন্তি। হলিউডের মিউজিশিয়ান এলভিস প্রেসলির দ্বারা অনুপ্রাণিত তিনি।

বাপ্পি লাহিড়ী বলেন, ‘এলভিস প্রিসলি সোনার চেন পরতেন। আমি সেটা খুবই পছন্দ করতাম। সেই সময় আমি ভাবতাম, যখন আমি প্রতিষ্ঠিত হব তখন আমি নিজের একটা আলাদা ইমেজ তৈরি করব। এরপর যখন আমি সফল হই, সোনা কেনার আর্থিক ক্ষমতা অর্জন করি, তখন আমি একের পর এক গয়না কিনি। সোনা আমার জন্য খুবই লাকি।’ তবে কারণ যাই হোক না কেনো, বাপ্পি লাহিড়ীর সোনার গয়নার কালেকশন কিন্তু অনেক গয়নাপ্রেমী নারীকেও ছাড়িয়ে যায়।

সংগীতের সঙ্গে বাপ্পির প্রেম এক্কেবারে ছোটবেলা থেকে। মাত্র তিন বছর বয়সে তবলা বাজানো শেখা শুরু করেন তিনি। ১৭ বছর বয়সে মিউজিক ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন এই লেজেন্ডারি মিউজিক কম্পোজার। তার অনুপ্রেরণা ছিলেন শচীন দেব বর্মণ।

১৯৭২ সালে বাংলা ছবিতে হাতেখড়ি হয় বাপ্পি লাহিড়ির। ঠিক তার পরের বছরই বলিউডে ডেবিউ করেন তিনি। তবে বাপ্পির গান নজরে আসে তাহির হুসেন পরিচালিত জখমি ছবিতে। বাকিটা ইতিহাস।

Related posts

জানা আছে, কেন দেব সেনাপতি কার্তিক চিরকুমার? জানুন পুরাণকথা!

News Desk

আবারও বাড়ছে সংক্রমণ, ২৪ ঘন্টায় বাড়ল মৃত্যুও! তৃতীয় ঢেউ থেকে শিশুদের বাঁচাতে কি পদক্ষেপ?

News Desk

নিজের কিডনি দিয়ে ছেলেকে প্রাণ বাঁচাতে চান মা, অপারেশনের খরচ চেয়ে কাতর আবেদন দিনমজুর বাবার

News Desk