Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

অন্তঃসত্ত্বার পেটে উঠে গেল লরির চাকা! ফেটে বেরিয়ে এলো নবজাতক শিশু, তারপর…

শনিবার দিন এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনার ফলে এক অন্তঃসত্ত্বা মহিলার পেট ফেটে বেরিয়ে এল তার সন্তান । যদিও সেই দুর্ঘটনা স্থলেই মৃত্যু হল ওই শিশুর মা-বাবা এবং তার বড় দিদির । স্বাভাবিকভাবেই ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

মর্মান্তিক দুর্ঘটনাটি (Bangladesh Accident) শনিবার দুপুর তিনটে নাগাদ ঘটে ময়মনসিংহের ত্রিশাল এলাকায়। সেখানকার স্থানীয় সূত্রে জানা গিয়েছে , ওই এলাকার এক বেসরকারি ক্লিনিক থেকে ওই দম্পতি এবং তার বড় মেয়ে ফিরছিল ওই মহিলার আলট্রাসনোগ্রাফি রিপোর্ট করিয়ে। সেই মুহূর্তে রাস্তা পার করছিল তারা। তখন তাদের এক বেপরোয়া ট্রাক ধাক্কা মারে। সে সময়ই মৃত্যু হয় ওই তিনজনের। কিন্তু ওই দুর্ঘটনাস্থলেই জন্ম নেয় সদ্যজাত সন্তান। দুর্ঘটনায় সদ্যোজাতর একটি হাত ভেঙে গেছে কিন্তু সে এখন সুস্থ হচ্ছে।

ওই মৃত ব্যক্তির নাম জাহাঙ্গির আলম (৪২)। ত্রিশাল পুর এলাকার বেসরকারি ক্লিনিকে এসেছিলেন তাঁর স্ত্রী রত্না বেগমকে (৩২) নিয়ে। তার বড় মেয়ে সনজিতা  তার সাথে ছিল । ক্লিনিক থেকে ফেরার পথে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাঁদের ধাক্কা মারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার করার সময়ই। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হলেও পেট ফেটে বেরিয়ে আসে শিশুকন্যাটি। তাঁকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, সুস্থ আছে সদ্যোজাত। তবে তার একটি হাত ভেঙেছে।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক দুর্ঘটনা প্রসঙ্গে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, “ তাদের পাঁচ বছরের সন্তানকে নিয়ে নিহত স্বামী অন্তঃসত্ত্বা স্ত্রীর আল্ট্রাসনোগ্রাফি করাতে এসেছিলেন। ময়মনসিংহগামী একটি ট্রাক রাস্তা পার হওয়ার সময় তাদের চাপা দিলে স্বামী-স্ত্রী ও সন্তান  ঘটনাস্থলেই মারা যায়।”

Related posts

করোনার নতুন প্রজাতি ‘নিওকভ’ কতোটা ভয়ঙ্কর হতে পারে মানুষের জন্য! জানালো WHO

News Desk

বিশ্বের অন্যতম বৃহৎ ইন্ডাস্ট্রি পর্ন ইন্ডাস্ট্রি! কিন্তু জানেন কী? কীভাবে পর্নস্টার তৈরী হয়?

News Desk

১০০ বছর পেরিয়ে আজও ম্যারির ফাঁসির অপরাধে বহন করে বেড়াচ্ছে এই শহর! জানেন এর কাহিনী

News Desk