Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

কেন বিয়ে করছেন না সালমান খান? বহু চর্চিত এই প্রশ্নের উত্তর দিলেন তার ভগ্নিপতী আয়ুষ

৫৬ বছর বয়স হয়ে গেল সলমান খানের। অথচ ভারতের মোস্ট এলিজেবল ব্যাচেলর বিয়ে করলেন না এখনও। এই বিষয়ে কোনো খবর নেই। সলমন খান কেন নিজের জীবনে বিয়ে করেননি, এটা তার অনুরাগী থেকে সাধারণ জনগণের কাছে যেন লাখ টাকার প্রশ্ন। আর এবার সেই বিষয়ে মুখ খুললেন খোদ ভাইজানের ভগ্নীপতি আয়ুশ শর্মা।

সদ্যই মুক্তি পেয়েছে সলমন খানের নতুন সিনেমা ‘অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ’। এই ছবিতে সালমানের সঙ্গে ভিলেন হিসাবে অভিনয় করেছেন তাঁর ভগ্নিপতী আয়ুষ শর্মা। রিয়াল লাইফ এ তার বোনের সাথে বিয়ের সম্পর্কের কারণে এখন আয়ুষ এখন সালমানের পরিবার।
এবারে সিনেমাতেও জুটি বাঁধলেন তারা। আর সেই সিনেমা প্রচারে এসে সলমনের ভগ্নীপতি আয়ুষ শর্মা (Ayush Sharma) সলমনের বিয়ে নিয়ে খোলামেলা আলোচনা করলেন। ফাঁস করলেন কেন সলমন খান এখনও বিয়ে করছেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমন খানের বিয়ের প্রসঙ্গ ওঠায় আয়ুষ শর্মা জানান, ‘আমি ওঁর বিয়ের বিষয়ে কোনো কথাই বলতে চাই না। ওঁকে আমি নিজের জীবনে যেমনটা দেখেছি, তাতে লক্ষ্য করেছি ও সারাদিন কাজ নিয়ে দারুন ব্যস্ত। আমার মনে হয় না ওঁর কাছে বিয়ে করার জন্য কোনো সময় আছে। আমার তো এটা মনে হয়, ওঁ যে নিজের জীবনে খুশি রয়েছেন, এটাই সবচেয়ে বেশি আনন্দের। ওঁর খুশি থাকলেই আমরা সকলে খুশি থাকবো। ওঁর জীবনের বিষয়ে সিদ্ধান্ত ও নিজেই নেবেন।’

আয়ুষ শর্মা এর পাশাপাশি আরও বলেন, ‘সলমন খান নামটা শুনলে সকলের মনে হবে বিলাসবহুল জীবন কাটানো কোনো মানুষ। কিন্তু সত্যি কথা বলতে কি, ওঁ যতটা সহজভাবে সাধারন ভাবে জীবনযাপন করেন তা আমার পক্ষেও সম্ভব না। ওঁর জীবনযাত্রা, ঘর বাড়ি, সমস্ত কিছুই ওঁর মতো একেবারেই সহজ সরল আর সাধারণ। এত বড় স্টার হওয়ার পরও কেউ কীভাবে এত সাধারন মাটির মানুষ হয়ে জীবন কাটাতে পারে, তা সলমন খানকে কাছ থেকে না দেখলে জানা সম্ভব নয়।’

প্রসঙ্গত শোনা যায়, এক সময় অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সালমান খানের। সব কিছু প্রায় ফাইনালাইজ হয়ে গিয়েছিল। দুই পরিবারের লোকজন বিয়ের জন্য সম্পূর্ন প্রস্তুত ছিল। এমনকী, বিয়ের নিমন্ত্রণের জন্য কার্ড ছাপাও হয়েছিল। কিন্তু একেবারে অন্তিম মুহূর্তে এসে বিয়ে ভেঙে যায়। কারণ, সলমানের সঙ্গে বলিউডের আরো কোনও নায়িকার সঙ্গে সম্পর্ক রয়েছে বলে জানতে পারেন সঙ্গীতা। তাই তিনি বিয়ে ভেঙে দেন। কিন্তু সবটাই শোনা যায়। সলমান বা সঙ্গীতা এই নিয়ে কখনওই মুখ খোলেননি। সঙ্গীতার পর তার জীবনে আসে ঐশ্বর্য রাই। তার পর এসেছিলেন ক্যাটরিনা কাঈফ। একের পর এক নায়িকা এসেছেন তাঁর জীবনে কিন্তু শেষ অবধি পরিণতি পায়নি। কিন্তু বিয়ে আর হয়নি।

Related posts

২৬ দিন জেলে কাটিয়ে আরিয়ানের মনের উপর দিয়ে বয়ে গেছে ঝড়! মনোবিদ নিয়োগ শাহরুখ গৌরীর

News Desk

২১ বছর পরে হারনাজ সান্ধুর হাত ধরে দেশে ফিরল মিস ইউনিভার্সের খেতাব! কে এই হারনাজ সান্ধু

News Desk

অনলাইনে মদ অর্ডার করে নাস্তানাবুদ অভিনেত্রী শাবানা আজমি, উগড়ে দিলেন ক্ষোভ

dainikaccess