Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং বিনোদন

আফগানিস্তানে ফের তালিবানি শাসন, ভয়ে আফগান ক্রিকেটারের সঙ্গে বিয়ে ভাঙছেন অভিনেত্রী

মার্কিন সেনা সরতেই আফগানিস্তান দখল করে নিয়েছে তালিবান। এর আগে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তালিবান শাসনে অন্ধকার যুগ দেখেছে আফগানিস্তান (Afghanistan)। বিশেষত মেয়েদের জীবন ছিল দুর্বিষহ।

সেই তালিবান আজ ২১ বছর পর আবারও মসনদে। আর তার কোপ পড়েছে মুম্বাইয়ের এই অভিনেত্রীর জীবনেও। শোনা যাচ্ছে আফগানিস্তানের কোনো এক ক্রিকেটারের সঙ্গে নাকি বিয়ে স্থির হয়েছিল প্রাক্তন বিগ বস (Bigg Boss) প্রতিযোগী এবং টেলি অভিনেত্রী আরশি খানের। ঠিক ছিল চলতি বছরের অক্টোবর মাসেই এনগেজমেন্ট হবে।

আরশি খান জানিয়েছেন, “আসছে অক্টোবরেই আমার বাগদান হওয়ার কথা ছিল। ছেলে এক আফগানিস্তানের ক্রিকেটার। তিনি আমার বাবার বন্ধুর ছেলে। আমার বাবাই ওকে আমার পাত্র হিসাবে পছন্দ করেছিলেন। আমাদের মধ্যে মাঝে মাঝেই কথাবার্তা হত। ভাল বন্ধু ছিলাম আমরা।”

আরশি খান সাথে আরও বলেন, “বর্তমানে আফগানিস্তানের যেমন পরিস্থিতি, তাতে আমার বাবা কোনও ভারতীয় পাত্রের সঙ্গেই বিয়ে দিতে চাইবেন। আর তাই আফগান ক্রিকেটারের সাথে এই বিয়ে ভেঙে যেতে পারে তাঁর।”

তবে ঠিক কোন আফগানিস্তানের ক্রিকেটারের সঙ্গে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল, সে বিষয়ে মুখ খোলেননি আরশি। বলেন নি সেই খেলোয়াড়ের নাম। হয়ত বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার কথা মাথায় রেখেই তার নাম না জানানোর সিদ্ধান্ত নিয়েছেন আরশি খান (Arshi Khan)।

আরশি খান আসলে আফগানিস্তানের জন্মেছেন। কিন্তু অনেক ছোটবেলায়, মাত্র ৪ বছর বয়সেই তারা পরিবারসহ ভারতে চলে আসেন। তার পরিবার ইউসুফ জাফার পাঠান গোষ্ঠীর অন্তর্গত। এখন তিনি ভারতীয় নাগরিক। তার দাদু আফগানিস্তান থেকে ভারতে চলে আসেন। পরবর্তি সময়ে তিনি ভোপালে জেলার ছিলেন।

আরশি খান বলেন, “আমি আফগানি পাঠান। আমার শিকড় আফগানিস্তানের হলেও আমি শুধুই ভারতীয় নাগরিক।”

বিগ বস ১১ সিজন -এ প্রতিযোগী হিসেবে যোগ দিয়েছিলেন আরশি খান। বিগ বস ১৪ নম্বর সিজনে আবারও তাঁকে দেখা যায় চ্যালেঞ্জার হিসেবে। বিগ বস ছাড়াও বহু রিয়্যালিটি শোয়ে অংশ নিয়েছেন আরশি খান। অনেক মিউজিক ভিডিয়োতে কাজ করেছেন তিনি। ‘সাবিত্রী দেবী কলেজ অ্যান্ড হসপিট্যাল’, ‘বিষ’, ‘ইস্ক মে মরজাওয়া’ ইত্যাদি নানা টেলিভিশন শোতেও অংশ নিয়েছিলেন। ‘রাত কি রানি বেগম জান’ ও ‘দ্য ইভল ডিজায়ার্স’ ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।

Related posts

সামনেই শীত! ঠান্ডা জাঁকিয়ে পড়ার আগেই সঠিক উপায়ে যত্ন নিন বাক্সবন্দী গরম কাপড়ের

News Desk

নাম ঠিকানা ভুলে ৩৬ বছর কেটেছে রাস্তায়, অবশেষে বাড়ির লোক দেখতে পেলেন নদিয়ার বৃদ্ধাকে

News Desk

রাখি বন্ধন হিন্দু উৎসব! কিন্তু জানেন সম্রাট হুমায়ূন ও আলেকজান্ডারও রাখি বেধেছিলেন

News Desk