Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

করোনা কে হারিয়েও শেষ রক্ষা হল না, প্রয়াত অরিজিৎ সিংহের মা

করোনা থেকে সুস্থ হয়েও ফিরে আসা হলো না। প্রাণে বাঁচলেন না গায়ক অরিজিৎ সিংহের মা। বুধবার রাত ১১টায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন ৫২ বছরের অদিতি সিংহ ওরফে অরিজিৎ সিং এর মা।

এই মাসের শুরুর দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু হয় তাঁর। চিকিৎসা চলাকালীন আপৎকালীন ভিত্তিতে প্রয়োজন পড়ে এ নেগেটিভ রক্তের। সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আর্তি জানাতেই সাধারণ মানুষ এবং নানা সংগঠনের সহায়তায় দ্রুত রক্তের ব্যবস্থা হয়। ধীরে ধীরে সুস্থও হয়ে ওঠেন অরিজিতের মা। গত ১৭ই মে, অর্থাৎ ৩ দিন আগে করোনা থেকে মুক্ত হন তিনি। কিন্তু তার আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া হলো না। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেরিব্রাল স্ট্রোকে মৃত্যু হয়েছে তাঁর।

এক স্বেচ্ছাসেবী সুদেষ্ণা গুহর সৌজন্যে সোশ্যাল মিডিয়ার ব্যাবহারকারীরা জানতে পারেন, অরিজিৎ সিংহের মা অসুস্থ। এ নেগেটিভ রক্তের সত্ত্বর প্রয়োজন। তখনও তাঁর রোগ সম্পর্কে জানতেন না কেউ। সোশ্যাল মিডিয়া থেকে খবর পেয়ে ‘ব্লাডমেটস’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা তাদের পাশে এসে হাত বাড়িয়ে দিয়েছিলেন। রক্তের বন্দোবস্ত করে দেওয়া হয়।

করোনা কে হারিয়েও শেষ রক্ষা হল না, প্রয়াত অরিজিৎ সিংহের মা

ওই সময়ে অরিজিৎ কলকাতায় উপস্থিত ছিলেন না। নেট দুনিয়ার নাগরিকদের সাহায্য পেয়ে আপ্লুত অরিজিৎ সিং সোশ্যাল মিডিয়া তে লিখেছিলেন, ‘আমার অনুরোধ, যাঁরা আমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন, দয়া করে আমার নাম দেখে অতিরিক্ত কিছু করবার চেষ্টা করবেন না। আমরা যদি সকলকে সমানভাবে সাহায্য না করতে পারলে, এই দুর্দিন থেকে বেরিয়ে আসতে পারব না। যাঁরা আমাকে সাহায্য করেছেন, তাঁদের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। সকল মানুষের গুরুত্ব সমান ’।

চেষ্টার কোনো খামতি ছিল না। তবুও বাঁচানো গেলো না গায়কের মা কে। এমনকি ‘ইকমো’-র সাহায্যও লেগেছিল তাঁর। বুধবার রাতে হাসপাতালেই অদিতি সিংহ সেরিব্রাল স্ট্রোকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার ভোর বেলা পরিবারের হাতে তার দেহ তুলে দেওয়া হয়।

Related posts

হন্যে হয়ে ইঞ্জেকশনের জন্যে কাতর আবেদন হরভজন সিং-এর, ত্রাতার ভূমিকায় সোনু সুদ

News Desk

৪ বছর ধরে মহিলার গোপনাঙ্গে আটকে কাঁচের গ্লাস, দেখে তাজ্জব বনে গেলেন চিকিৎসকরাও

News Desk

এই সমাধি খননকারীদের হয়েছিল চরম পরিণতি! তুতানখামেনের মমি কি সত্যিই অভিশপ্ত?

News Desk