Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

আমেরিকা কী লুকিয়ে রেখেছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান ‘এরিয়া-৫১’ এ ! জেনে নিন

আমেরিকার ‘নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জ’ নেভাডা স্টেটের দক্ষিণে, লাস ভেগাস থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে পাহাড়ঘেরা মরুভূমির মধ্যে আছে। সবচেয়ে বড় আধুনিক মারণাস্ত্রের পরীক্ষাগার। ২৯ লক্ষ একর জুড়ে থাকা এই রেঞ্জে আমেরিকা নাকি পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে পাঁচশোটিরও বেশি । সেই বিস্ফোরণগুলির মধ্যে মাটির ওপরে একশোর বেশি বিস্ফোরণ হয়েছে। ‘নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জে’র ভেতরে আছে ‘এরিয়া-৫১’ যা পৃথিবীর সবচেয়ে গোপন ও সবচেয়ে রহস্যময় এলাকা।

আমেরিকা দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বলে আসছে,আমেরিকার সবচেয়ে সুরক্ষিত সামরিক বিমান ঘাঁটি হল ‘এরিয়া-৫১’।‘এরিয়া-৫১’ থেকে আমেরিকার বিখ্যাত ‘ইউ-টু’ গুপ্তচর বিমান তার উড়ান শুরু করেছিল ১৯৫৫ সালের আগস্ট মাসে । আমেরিকা এখানে তারপর থেকে ‘এ-টুয়েলভ অক্সকার্ট’, ‘ডি টোয়েন্টিওয়ান’, ‘ব্ল্যাকবার্ড’, ‘নাইটহক’, ‘বার্ড অফ প্রে’ ও ‘ট্যাসিট ব্লু’ নামের গুপ্তচর বিমানগুলির পরীক্ষানিরীক্ষা চালিয়ে আসছে।

area 51 mystery

কিন্তু সত্যিই একটি বিমানঘাঁটি কি ‘এরিয়া-৫১’ !

‘এরিয়া-৫১’ এলাকাটি ঘিরে পৃথিবী জুড়ে সন্দেহ ও কল্পনার জন্ম দিচ্ছে মার্কিন সেনার অস্বাভাবিক মাত্রার সুরক্ষা ব্যবস্থা। আমেরিকার ভূখণ্ডে থাকা সবচেয়ে সুরক্ষিত কিছু জায়গা পেন্টাগন, হোয়াইট হাউস, নাসার সদর দপ্তর ও বিভিন্ন লঞ্চ প্যাডেও অনুমতি নিয়ে সাধারণ মানুষ ঢুকতে পারেন। কিন্তু মিডিয়া ও জনসাধারণের প্রবেশাধিকার নেই এরিয়া-৫১ এর ত্রিসীমানায় ।

কোন প্রাচীর বা বেড়া দেওয়া নেই ‘এরিয়া-৫১’-এর চারপাশে। প্রাচীর নেই বলে বিপদ কাছে যাওয়ার চেষ্টা করলেই । গিরগিটির মতো মিশে আছেন হাজার হাজার সেনা বা ক্যামো ডুড, হাতে তাঁদের এম-সিক্সটিন বিশাল প্রান্তরের ভূপ্রকৃতির সঙ্গে। সরাসরি গুলি করে মেরে ফেলার অনুমতি দেওয়া আছে তাঁদের, বারণ সত্ত্বেও কেউ ‘এরিয়া-৫১’ এর কাছে আসার চেষ্টা করলে । তাই এরিয়া-৫১ এর চারধারে লাগানো আছে নোটিশ অতি উৎসাহীদের সাবধান করার জন্য । সেখানে ‘Use of deadly force Authorized’ লেখা আছে । যার মর্মার্থ হচ্ছে, সরকারের তরফ থেকে বারণ সত্ত্বেও এরিয়া-৫১ এর ভেতরে ঢুকতে গেলে প্রাণঘাতী আঘাত হানার অনুমতি দেওয়া আছে।

ভিনগ্রহের প্রাণীরা এখানে থাকে ও আসা যাওয়া করে। ‘দ্য এক্সট্রাটেরেস্ট্রিয়াল হাইওয়ে’, ‘এরিয়া-৫১’ এর পাশের হাইওয়ের নাম । ‘এরিয়া-৫১’ এর আকাশে এই রাস্তা থেকে মাঝে মাঝেই নাকি অদ্ভুত আকাশযান দেখতে পাওয়া যায় । সেগুলির কোনও মিল নেই পৃথিবীর কোন বিমানের সাথে । নিয়মিত আসা যাওয়া করে ভিনগ্রহের বাসিন্দারা পৃথিবীতে । এই এরিয়া-৫১ তাদের আস্তানা ও আকাশযান নামানোর একমাত্র জায়গা।

ষড়যন্ত্র-তত্ত্বে’ বিশ্বাসীদের পালে বব লেজার নামে এক পদার্থ বিজ্ঞানী হাওয়া দিয়েছিলেন । যিনি একসময় কাজ করেছিলেন ‘এরিয়া-৫১’ ঘাঁটিতে । তিনি সেখানে দেখতে পেয়েছিলেন এমন কিছু বিমান বা আকাশযান , যেগুলিকে পৃথিবীতে কোনোভাবেই তৈরি করা সম্ভব নয়।

Related posts

দুই রাশির জাতককে ভেবে করতে হবে অর্থব্যয়ে! কেমন যাবে আজকের দিন, জানুন আজকের রাশিফল!

News Desk

কুকুরের জন্য ছুটি ঘোষনা করলো সরকার!

News Desk

IPL খেলোয়াড় সন্দীপ লামিছনের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ! FIR দায়ের করলো পুলিশ

News Desk