Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

হু হু করে বাড়ছে সংক্রমণে! অ্যান্টিবডি চিকিৎসা দিয়ে রোখা যাচ্ছে না ওমিক্রন! আশঙ্কা গবেষণায়

দ্রুত হারে সংক্রমিতের হার বাড়ছে ওমিক্রনের। যে সময় গতবছরে কোভিড-১৯ এর গ্রাফ শীর্ষে ছিল সেই সময় চিকিৎসা করে লাভ হচ্ছিল যে মনোক্লোনাল অ্যান্টিবডি দিয়ে, সেই পদ্ধতিতেও কোনো কাজ হচ্ছেনা করোনার এই নতুন প্রজাতির ক্ষেত্রে প্যারিসে হওয়া নেচার জার্নালের গবেষণা থেকে এমনটাই জানা যাচ্ছে।

বেশিরভাগ ক্ষেত্রেই বয়স্ক শারীরিক ঝুঁকিপূর্ণদের আমেরিকায় বিভিন্ন হাসপাতালে কৃত্রিমভাবে অ্যান্টিবডি চিকিৎসা দেওয়া হলেও সেই অ্যান্টিবডি ওমিক্রনের বিরুদ্ধে কাজ করছে না বলেই জানা যাচ্ছে। ডা. রাজেশ গান্ধী বস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের সংক্রমক ব্যাধির চিকিৎসক জানাচ্ছেন, প্রতিদিন কোভিড আক্রান্তের সংখ্যা ফের মাথাচাড়া দিয়েছে দেশে। সামলানো অত্যন্ত কঠিন হবে যদি গত বছরের মতো অবস্থা হয়। তাই যাঁরা টিকা নেননি এখনও , অবিলম্বে টিকা নিন। অবশ্য প্রয়োজন পড়লে বুস্টার ডোজ নিতে শুরু করুন।

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা মার্কিন টেক-জায়ান্ট বিল গেটস এক টুইটার বার্তায় জানিয়েছেন, ওমিক্রন ইতিহাসে যে কোনও ভাইরাসের চেয়েও দ্রুত ছড়িয়েছে। তাঁর আবেদন, একই সঙ্গে সকলের কাছে, কোভিড বিধি মেনে চলুন এবং সঠিক সময়ে টিকা নিন। প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন বুস্টার ডোজের। তিনি আরও বলেছেন, “এখনও খুব বেশি তথ্য সামনে আসেনি এই ভাইরাসের চরিত্র সম্পর্কে , তাই আগের থেকেও বেশি সজাগ থাকতে হবে আমাদের , সাথে অন্যদেরকে সজাগ রাখতে হবে।”

অন্যদিকে, ইজরায়েল চতুর্থ কোভিড টিকা দেওয়ার কথা ঘোষণা করে দিল । ওমিক্রন সংক্রমণ ছড়িয়ে পড়ার আবহে ৬০ বছরের ঊর্ধ্বে নাগরিকদের বিশ্ব জুড়ে এই টিকা দেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সরকার। এই সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল সরকারের স্বাস্থ্যমন্ত্রক নিযুক্ত বিশেষজ্ঞদের প্যানেল । সিদ্ধান্তকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট । সে দেশে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে আমেরিকা, জার্মানি, ইতালি, কানাডার মতো দেশের নাগরিকদের ।

Related posts

দেশের দৈনিক সংক্রমনে স্বল্প হ্রাস, উদ্বেগ বাড়িয়ে ক্রমশঃই বাড়ছে অ্যাকটিভ কেস

News Desk

উশখুশ করছিল নবম শ্রেণীর ছাত্র! সন্দেহ হতে ব্যাগ খুলতেই শিক্ষকের চোখ ছানাবড়া

News Desk

বিশ্বব্যাপী মহামারীতে চূড়ান্ত খাদ্য সঙ্কটে উত্তর কোরিয়া!

News Desk