Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

আঁচিল তুলতে গিয়ে কেঁদে ফেললেন যুবতী, আতিরিক্ত টাকা ফাইন করলো হাসপাতাল

আমেরিকার আধুনিক স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে সকলেই অবহিত।‌ বাকি বিশ্বের বহু পয়সাওয়ালা মানুষ নিজের দেশের চিকিৎসা পরিষেবার উপর ভরসা করতে না পেরে উড়ে যান সুদূর মার্কিন মুলুকে। তবে আমেরিকার খরচ খরচ বোধহয় একটু বেশিই বেশি। ধনীদের দেশ বলে কথা। তবে চিকিৎসার বাইরেও রোগীর আচার আচরণের উপর অতিরিক্ত চার্জ। এমনই এক অভিনব অভিযোগ উঠে এল আমেরিকার এক হাসপাতাল থেকেই। গোটা পৃথিবীর আর কোথাও রোগীর তরফ থেকে এই ধরনের দাবি কোথাও করা হয়েছে কিনা বলা শক্ত।

এক আমেরিকান মহিলা দাবি করেছেন যে তিনি তার একটি সামান্য আঁচিল সার্জারি (Mole Operation) করানোর উদ্দেশ্যে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তার ত্বকে আস্তে আসতে বড় হয়ে উঠেছিল একটি তিল বা আঁচিল যা বাদ দেওয়ার উদ্দেশ্যেই প্রয়োজন হয়ে পড়েছিল অস্ত্রোপচারের। কোনো অস্ত্রোপচার চলাকালীন বহু রোগীই বেশ নার্ভাস থাকেন। সেটা স্বাভাবিক। অস্ত্রোপচারের সময় ওই মহিলাও ভয়ে কেঁদে ফেলেছিলেন। তাই নাকি সার্জারি খরচ বাবদ তাঁর থেকে বেশি টাকা নেওয়া হয়েছে! সোশ্যাল মিডিয়াতে মিজ নামক এক আমেরিকান মহিলা এহেন অভিযোগ দেগেছেন। অভিযোগের সাথে সাথে হাসপাতালের দেওয়া বিলের ছবিও পোস্ট করেছেন তিনি।

বিলে স্পষ্টত দেখা যাচ্ছে যে “ব্রিফ ইমোশন” খাতে অতিরিক্ত ১১ মার্কিন ডলার (ভারতীয় হিসেবে ৮১৫ টাকা) নেওয়া হয়েছে হাসপাতালের তরফ থেকে। এতেই হতবাক সকলে। মিজের করা পোস্টটিতে প্রায় ২ লক্ষ রিয়াকশন এসেছে। পাশাপাশি পড়ছে প্রচুর কমেন্টস। প্রায় সকলেই প্রশ্ন উঠিয়েছে হসপিটাল কে ঘিরে। হসপিটালের আতিরিক্ত বিলিং নিয়ে সকলেই বেশ ক্রুদ্ধ। সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন এমনটা পর্যন্ত লিখেছেন, “হাসপাতাল কর্তৃপক্ষের একটাই উদ্দেশ্য। যেন তেন প্রকারের রোগী ও তাঁর পরিবারের কাছ থেকে অতিরিক্ত অর্থ খসিয়ে নেওয়া।” শুধু মাত্র চোখের জলের জন্য ফাইন ঘিরে বেশ শোরগোল উঠেছে।

Related posts

জন্মের পরেই ছুড়ে ফেলা হল তিনতলা থেকে! মর্মান্তিক পরিণতি সদ্যোজাত কন্যাসন্তানের

News Desk

টিকার ২টো ডোজ সম্পূর্ন, তাও ৩ বার করোনা আক্রান্ত চিকিৎসক! নতুন স্ট্রেনের আশঙ্কায় বিশেষজ্ঞরা

News Desk

পৃথিবীতে হঠাৎই তৈরি হয়েছে ৮২ ফুট চওড়া রহস্যময় গর্ত! এটা কি ‘নরকের দরজা’? আতঙ্কে মানুষ

News Desk