Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

দিল্লিতে ব্রিজের নিচে আটকে এয়ার ইন্ডিয়ার বিশালাকার বিমান! ব্যাপারটা কী?

ফ্লাইওভারের নিচে আটকে পড়েছে বিশালিকৃতি এক বিমান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবিও। দেখে হতবাক সকলে। পেল্লায় এক এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ এই ভাবে রাস্তায়। তাও আবার যেতে যেতে আটকে গেছে দিল্লি-গুরুগ্রাম হাইওয়েতে (Delhi-Gurugram highway) একটি রাস্তা পারাপার করার ব্রিজের তলায়। কিভাবে সম্ভব?
গাড়ি চলাচলের রাস্তা দিয়ে কেনই বা হঠাৎ বিমান চলাচল। যা দেখে নেটিজেনদের অনেকেই রীতিমত হতচকিত।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই দৃশ্যটি দেখা গেছে ঘটেছে দিল্লি বিমানবন্দরের (Delhi Airport) সন্নিকটে দিল্লি-গুরুগ্রাম হাইওয়েতে। কিন্তু হাইওয়ে রাস্তার উপরে কীভাবে চলে এল বিমানটি? আসলে কোনো বিমান যখন পুরনো হয়ে যায় তখন সেই বিমান কে বাতিল করে দেওয়া হয়। অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে তখন সেটিকে ব্যাবহার করা যায়। এই বিমানটিও পুরনো ও বাতিল হয়ে যাওয়ার কারণে সেটিকে একজনের কাছে বিক্রী করে দেওয়া হয় এয়ার ইন্ডিয়ার তরফে। আর সেই বিমান কিনে নেওয়া ব্যাক্তি এই বিমানটি দিল্লী গুরুগ্রাম হাইওয়ে দিয়েই অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। কিন্তু এই ভাবে নিয়ে যাওয়ার সময় তিনি সঠীক ভাবে এই বিমানটির উচ্চতা সব ফ্লাইওভার কে অতিক্রম করার মতন কিনা বুঝে উঠতে পারেননি। তাই একটি ব্রিজের তোলা দিয়ে যাওয়ার সময় বিমানের সামনের দিকের অংশ ব্রিজের নিচে দিয়ে পার হয়ে যেতে সক্ষম হলেও পেছনের দিকের কোনও একটি অংশ ব্রিজে আটকে যায় ব্রিজে। আর তাতেই ঘটে বিপত্তি। এরপরই এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের কাছে গিয়েও এই বিমানের খবরটি পৌঁছায়। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়, এই বিমানটি আর দিল্লি বিমানবন্দরের অধীনে নেই। আর তাছাড়া বিমানটিকে যখন সড়কপথে নিয়ে যাওয়া হচ্ছিল, তার আগেই বিমানের সঙ্গে লাগানো ডানা ভেঙ্গে ফেলা হয়েছিল। আর এটি একটি বাতিল হয়ে যাওয়া উড়োজাহাজ। এই বিমানের নতুন মালিক সেটিকে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন, তিনি হয়ত ব্রিজের তলা দিয়ে যাওয়ার সময় সঠিক ভাবে অনুমান করতে পারেন নি। আর সেই কারণেই ব্রিজের তলার অংশে আটকে গিয়েছে বিমানটি। বিমানটির জন্য হাইওয়ের একটি বড় অংশ আটকেও গিয়েছিল। তবে এটি ঘিরে কোনও অঘটন ঘটেনি।

অবশ্য এই প্রথম নয়। এর পূর্বে ২০১৯ সালে এমন ঘটনার দেখা মিলেছিল দুর্গাপুরে ২ নম্বর জাতীয় সড়কে ব্রিজের নিচে যেখানে একই ভাবে আটকে পড়েছিল একটি পণ্যবাহী বিমান। সেটিও ছিল একটি পরিত্যক্ত বিমান। আর এবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি হল দিল্লিতে।

Related posts

করোনা সংক্রমণের আতঙ্ক ঘিরে চরম সিদ্ধান্ত! বিষ খেয়ে আত্মহত্যার সিদ্ধান্ত পরিবারের পাঁচ সদস্যের

News Desk

বিমানবন্দরে ব্যাগ হারালো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের! অদ্ভুত উপায়ে খুঁজে বার করলেন ব্যাগ

News Desk

বিশ্বের এই সব জেলে ‘নর পিচাশ’রা বাস করে, অন্য বন্দীদের মৃতদেহ পর্যন্ত খেয়ে ফেলে!

News Desk