Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

রোজ অপদেবতার সাথে কথা বলি, ভূতের সাথে যোগাযোগ, পর্ন তারকার বিস্ফোরক দাবী

প্রেতাত্মা – ভুত – পিশাচ -অপদেবতা এই নাম প্রায় সবাই জানি কিন্তু অনেকে বিশ্বাস করেন আবার কেউ করেন না! কেউ মানেন, আবার কেউ মানেন না। আবার কিছু মানুষ মনে করেন যে তারা আমাদের আশেপাশেই থাকে, আমাদের লক্ষ্য রাখছে। আবার কেউ মনে করেন এসব ফালতু কথা এনাদের অস্তিত্ব নেই। তক-বিতর্ক, যুক্তি-তক্কো। মার্কিন পর্ন তারকা সাব্রিনা সাবরক (Adult Star Sabrina Sabrok) এসবে কান দিতে নারাজ। তাঁর চমকপ্রদ দাবী যে , তিনি রোজ শয়তানের সঙ্গে কথা বলেন। তিনি প্রেতাত্মা বা অপদেবতার দেখা পেয়েছেন।

ওই ৪৫ বছরের পর্ন তারকা জানান, অপদেবতার সঙ্গে কেবল কথা বলাই নয়, সংযোগস্থাপনেও সক্ষম তিনি তার সঙ্গে। অন্যদেরও শয়তানের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারবেন তিনি। জানা গিয়েছে, একের পর এক ওই সমস্ত বিস্ফোরক দাবির পরই জীবনে ঘটে গিয়েছে ভয়ানক ঘটনা পর্ন তারকা সাব্রিনা সাবরকের। পুরোপুরি প্য়ারালাইজড হয়ে গিয়েছে তাঁর মুখের একটা দিক। সেই রোগ সারাতে পারছেন না পর্ন তারকা শত চেষ্টা করেও।  

যদিও তাঁর দাবি, মাত্রাতিরিক্ত বোটক্স এবং লিপস ফিলার করা এর পিছনে আসল কারণ। সাব্রিনা সাবরক (Adult Star Sabrina Sabrok) জানান, নিজেকে পুতুলের মতো সাজিয়ে তুলতে চেয়েছেন বরাবরই। সেজন্য প্রায় ৫৩টি অপারেশন করিয়েছেন মুখে। বোটক্স এবং লিপ ফিলার করিয়েছেন একাধিকবার। তাঁর মুখের একটা দিক পরিনামে অবশ হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে প্যারালাইজড। নিজেকেই এই অবস্থার জন্য দায়ি করেন সাব্রিনা সাবরক (Adult Star Sabrina Sabrok)। 

সাব্রিনা সাবরকের (Adult Star Sabrina Sabrok) জন্ম আর্জেন্টিনায় জন্ম সূত্রে। তিনি গানের শিক্ষিকা ছিলেন। এরপর অভিনয়ের সুযোগ পান টিভিতে। সাব্রিনা ধীরে ধীরে পর্ন ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়েন। পরিচিতি পান। আমেরিকার টেক্সাসে বর্তমানে থাকেন তিনি। 

Related posts

দরকারে গৃহবন্দি, তাও জামিন চান! জেল থেকে বেরোতে চেয়ে আদালতে আবেদন পার্থের

News Desk

কম উচ্চতার মেয়েরা কোন ৪টি পজিশনে যৌনতা বেশি উপভোগ করতে পারে? জানা আছে?

News Desk

অভিনেত্রী উড়ফির খোলামেলা পোশাকে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড, নেটিজেনদের কটাক্ষ ” অন্তর্বাস দেখা যাচ্ছে “

News Desk