টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে শ্রাবন্তীর নাম উল্লেখযোগ্য। কিন্তু বিতর্ক আর শ্রাবন্তী যেন একসাথে হাঁটে। সে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনই হোক কি তার বিনোদন জগত, সব সময়ই নেটিজনদের মধ্যে তুমুল চর্চিত তিনি। তাঁর পোস্ট করা ছবি বহু সময়ই দেখা গেছে শিকার হয়েছে নানা কটাক্ষের। কিন্তু এবারে সম্পূর্ন এক ভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে বিপাকে পড়েছেন তিনি। আসলে শ্রাবন্তী সোশ্যাল মিডিয়ায় একটি বেজিকে হাতে ধরে ছবি পোস্ট করেন। আর সেই পোস্ট ঘিরেই আইনি জটিলতায় পড়ে গেলেন অভিনেত্রী শ্রাবন্তী।
ঠিক কী ঘটেছে? আসলে গত ১৫ই জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করতে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। যেখানে তাঁর হাতে ধরা ছিল একটি বেজি। কিন্তু বেজিটির গলায় বাঁধা ছিল একটি বকলস যা আবার যুক্ত ছিল একটি চেনের সাথে। ছবির ক্যাপশন হিসাবে দেওয়া হয়েছিল, ‘হঠাৎই ছোট্ট বন্ধুটির সঙ্গে দেখা হল।’
জানুয়ারি মাসেই যখন শ্রাবন্তী এই বেজি নিয়ে ছবিটি পোস্ট করেছিলেন তখনই সেটি চর্চার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছিল। প্রতিবাদে মুখর হয়েছিলেন নেট নাগরিকরা। ছবিটির নিচে কমেন্ট করতে গিয়ে অনেকেই লিখেছিল, নিরীহ প্রাণীটির উপর অত্যাচার করছেন শ্রাবন্তী। অনেকে আবার লিখেছিল চেন বন্ধ প্রাণীর ছবি পোস্ট করে আর যাই হোক নিজেকে পশুপ্রেমী প্রমাণ করা যায় না। আরো অনেকে লিখেছিল এটা ভীষণ অনৈতিক কাজ।
কিন্তু এবারে আইনি জটিলতায়ও ফেসেছেন তিনি। জানা গিয়েছে বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯, ১১, ৩৯, ৪৮এ, ৪৯, ৪৯ ধারায় শ্রাবন্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। খুব তাড়াতাড়িই অভিনেত্রীকে হাজিরা দিতে হবে সল্টলেকের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেল এবং ডাটা ম্যানেজমেন্ট ইউনিটের সম্মুখে।
আপাতত এই বন্যপ্রাণী সম্পর্কিত বিষয়ে ঘিরে তৈরি হওয়া বিতর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি শ্রাবন্তী। এই মুহূর্তে তিনি কাশ্মীরে আছেন এবং শ্যুটিংয়ের কাজে ব্যস্ত। তাঁকে যোগাযোগ করা যায়নি। অবশ্য তাঁর আইনজীবী এস কে হাবিবউদ্দিন প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন কোনো কিছু বলার আগে আগে পুরো বিষয়টা কি ভালো করে বুঝতে হবে তাঁকে। এই বিষয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের এক উচ্চপদস্থ আধিকারিক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বন্যপ্রাণীকে এভাবে চেন বন্দি করে রাখা শুধু যে অপরাধ তাই নয়, শ্রাবন্তীর মতো একজন পাবলিক ফিগার যদি এমন ধরনের কাজ করেন, তাহলে অনেকেই এটা দেখে প্রভাবিত হতে পারে। শ্রাবন্তীর উচিত এই বিষয়ে বনদপ্তরের সঙ্গে সহযোগিতা করা এবং বন্যপ্রাণী সংরক্ষণের যে প্রচেষ্টা তাতে আমাদের সাহায্য করা।’