Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

‘একটা মূর্তি বসালেই দেশপ্রেম হয় না!’ নেতাজি মূর্তি নিয়ে কড়া ভাষায় আক্রমণ মমতা ব্যানর্জির

২৩শে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী (Subhas Chandra Bose 125th Birth Anniversary)। এই উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ঘোষণা ভারতের রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ন রাজপথে ইন্ডিয়া গেটে সুভাষ চন্দ্র বসুর গ্রানাইট মূর্তি স্থাপিত হবে। অবশ্য সে মূর্তি তৈরী না হওয়া পর্যন্ত সেখানে শোভা পাবে নেতাজির একটি হলোগ্রাম মূর্তি। তার উন্মোচন আজ ২৩শে জানুয়ারির দিন সন্ধাবেলায় উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।

নেতাজি সারা ভারতের মানুষের কাছেই ভীষণ প্রিয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর ঋণ পরিশোধ করার নয়। এবং তিনি বাঙালিও বটে। তাই ইন্ডিয়া গেটে তার মূর্তি বাঙালির কাছে গর্বের বিষয়ও বটে। কিন্তু পশ্চিমবঙ্গ শাসকদল এই কথা সম্পূর্ন মানতে নারাজ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবী এটা স্রেফ রাজনীতি। ‘অমর জ্যোতি নিভিয়ে নেতাজির মূর্তি বসালে দেশপ্রেম হয় না,’ কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

নাম না করে প্রধানমন্ত্রী তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া গেটে নেতাজির সুভাষ চন্দ্র বসুর মূর্তি স্থাপনের প্রসঙ্গ তুলে নেতাজির জন্মজয়ন্তীতে মুখ্যমন্ত্রী বলেন, “একটা মূর্তি গড়লেই নেতাজিকে ভালবাসা যায় না। অমর জ্যোতি নিভিয়ে নেতাজির মূর্তি বসালে দেশপ্রেম হয় না ওয়ার মেমোরিয়াল নিয়ে এখন রাজনীতি হচ্ছে। প্রজাতন্ত্র দিবসে একটা নেতাজির ট্যাবলো থাকলে কী অসুবিধে হত? এতদিন পর কেন নেতাজির স্ট্যাচু তৈরির কথা মনে পড়ল?’’

এর আগে প্রজাতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গের নেতাজি থিমের ট্যাবলো বাতিল ঘিরেও সরগরম হয়েছে কেন্দ্র রাজ্য রাজনীতি। পশ্চিমবঙ্গের প্রস্তাবিত নেতাজি ট্যাবলো প্রজাতন্ত্র দিসবে প্রদর্শন করার দাবী জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেই চিঠির উত্তরও দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়ে রাজ্যের নেতাজি ট্যাবলো নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন। রাজনাথ সিংয়ের বক্তব্য স্পষ্ট ‘দেশনায়ক নেতাজির অপমানের প্রশ্নই ওঠে না।’

চিঠিতে বলা হয়েছে কেন্দ্রীয় গণপূর্ত বিভাগের ট্যাবলোটি নেতাজির থিমেই সাজানো হয়েছে, তাই পশ্চিমবঙ্গের ট্যাবলোটি অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। বর্তমান কেন্দ্রীয় সরকার নেতাজি সুভাষচন্দ্র বসু ও পশ্চিমবঙ্গের প্রত্যেক স্বাধীনতা সংগ্রামীর প্রতি কৃতজ্ঞ। উল্লেখ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো রাজনাথ সিংয়ের চিঠিতে। এছাড়াও তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কে এই নিয়ে অহেতুক রাজনীতি না করার অনুরোধ করেছেন। তবে তাতেও কোনো সুরাহা হয়নি।

এরপরে রাজ্য সরকারের নানা আলোচনা – সমালোচনার মধ্যেই ঐতিহাসিক সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সরকারের। কেন্দ্রের তরফে নেতাজী সুভাষচন্দ্র বোসের মূর্তি স্থাপনের ঘোষণা আসে। এই সিদ্ধান্তে পুরোপুরি বিরোধিতা না জানালেও কেন্দ্র কে বিঁধতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। এতদিন পর কেন নেতাজির স্ট্যাচু তৈরির কথা মনে পড়ল? প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রের এই যাবৎ সমস্ত সিদ্ধান্তকে বাংলা ও বাঙালির ‘অপমান’ হিসেবেই বুঝাতে চাইছিল ধরেছিল বাংলার শাসক দল তৃণমূল। সেই আবহে প্রধানমন্ত্রী মোদীর এই নেতাজি কে বিশেষ সন্মানের ঘোষণা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Related posts

এক নারীতেই মজেছেন দুই বন্ধু! তাই এক মেয়ের সাথেই সংসার কিভাবে সামলাচ্ছেন দুজন পুরুষ

News Desk

শশুড়বাড়ির সামনেই নিজের পাঁচ বছরের সন্তান নিয়ে ধর্নায় গৃহবধূ! দাবী কি?

News Desk

‘বাইরে কাজে গেলে অনেক টাকা..’, প্রলোভন দেখিয়ে নিজের জা-এর সাথে যা করলেন মহিলা

News Desk