Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ঘুম থেকে উঠে ২০ বছরের স্মৃতি গায়েব ৩৭ বছরের ব্যাক্তির! স্ত্রীর কাছে স্কুলে পড়তে যাওয়ার বায়না

ঘুম থেকে হঠাৎ উঠলে অনেক সময় অল্প সময়ের জন্য স্মরণ করতে পারেন না কোথায় আছেন, সময়টা আদৌ বিকাল না সকাল? ঘুমের সময় আমাদের মস্তিষ্ক নিষ্ক্রিয় থাকে বলে এমনটা হওয়া খুব স্বাভাবিক। অল্প সময় লাগে ঘুমের ঘোর কাটতেই। কিন্তু তা বলে ঘুম থেকে উঠে আর মনে পড়ে না বিগত ২০ বছরের স্মৃতি। এমন মেমোরি লস (Memory Loss) এর কথা শুনেছেন কখনও? মনে মনে ভাবছেন এরম আবার হয় নাকি? আপনার গল্প বলে মনে হলেও এমনটাই বাস্তবে হয়েছে টেক্সাসের বাসিন্দা ড্যানিয়েলের জীবনে। বলা হচ্ছে মস্তিষ্কের এক বিরল সমস্যা থেকেই এই ‘অঘটন’।

ঠিক কী হয়েছিল ড্যানিয়েলের জীবনে। টেক্সাসের (Texas) বাসিন্দা ড্যানিয়েল। গত বছরের জুলাই মাসের ঘটনা। ড্যানিয়েল ছিলেন গভীর ঘুমে। তার পাশেই ছিলেন তাঁর স্ত্রী রুথ। কিন্তু সেদিন হঠাৎ ঘুম ভেঙে ওঠার পর থেকেই চিৎকার চেঁচামেচি জুড়ে দেন ৩৭ বছর ড্যানিয়েল। কী হয়েছে বুঝতেই পারছিলেন না রুথ। ড্যানিয়েল রুথকে চিনতে পারছিলেন না। তিনি কোথায় রয়েছেন, তাও বুঝতে পারছিলেন না। ভুলে গেছিলেন নিজের ১০ বছর বয়সী মেয়ের কথাও।

নিজের বাড়ি ঘরও চিনতে পারছিলেন না। ড্যানিয়েল মনে করছিলেন, স্কুল থেকে ফেরার পথে রুথই হয়ত অপহরণ করেছেন তাঁকে। পর মুহূর্তেই আবার চাকুরীজীবী ড্যানিয়েল দাবি করতে থাকেন তিনি স্কুলে যাবেন। তিনি ভাবছিলেন তার বয়স ১৬ বছর। এখনও স্কুলে পড়েন। অশান্ত ভাবে আবারও আয়নার সামনে গিয়েও দাঁড়িয়ে পড়ে নিজেকে দেখে চমকে ওঠে ড্যানিয়েল। কীভাবে তিনি এত বুড়িয়ে গেলেন, কি করেই বা তার চেহারা এতটা মোটা হয়ে গেলে, বার বার সেই প্রশ্নও করতে থাকেন স্মৃতি হারানো সেই ব্যাক্তি।

তার স্ত্রী রুথ তাকে কোনো ভাবে শান্ত করলেও ড্যানিয়েলের মনে থেকে যায় প্রশ্ন। সেই প্রশ্ন নিয়ে নিজের বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যায় ড্যানিয়েল। অবশ্য পরে কিছুটা ধাতস্থ হলে তিনি বিশ্বাস করেন যে নিজের জীবনের মাঝের অতিবাহিত হওয়া ২০টি বছরের কথা কার্যত ভুলে গিয়েছেন তিনি।

তার স্ত্রী রুথ জানান “একদিন সকালে ড্যানিয়েল অন্য পাঁচ দিনের মতোই ঘুম থেকে উঠেছিলেন, কিন্তু সেদিন তার আমি কে বা তিনি কোথায় ছিলেন সে সম্পর্কে কোনও ধারণা ছিল না। তিনি খুব বিভ্রান্ত ছিলেন। আমি বলতে পারি সে রুম পর্যন্ত চিনতে পারেনি।

ড্যানিয়েল ভেবেছিল সে হয় মাতাল হয়ে একজন মহিলার সাথে বাড়ি চলে গেছে অথবা তাকে অপহরণ করা হয়েছে। আমি তাকে পালানোর পথ খুঁজতে দেখেছি। “

অনেক প্রচেষ্টার পর ড্যানিয়েলের বাবা মার সহায়তায় রুথ তাকে বোঝাতে সক্ষম হয় তিনি তারই স্ত্রী। তাদের একটি মেয়েও আছে।

এরপরই চিকিৎসকের কাছে পৌঁছন তারা। ঠিক কী সমস্যা হয়েছে ড্যানিয়েলের? কী জানাচ্ছেন চিকিৎসকরা? চিকিৎসকদের মতে, ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেশিয়ায় (Transient Global Amnesia) মত স্মৃতি লোপ হওয়ার সমস্যায় ভুগছেন ড্যানিয়েল। তাই ঘুমের মধ্যে তার ২০ বছরের স্মৃতি বিলকুল লোপাট হয়ে গেছে। এই সমস্যা বিরল কিন্তু চিকিৎসকদের মতে, যাঁদের মানসিক চাপ জীবনে বেশি এবং তুলনামূলক বেশি আবেগপ্রবণ মানুষ, তাঁরাই এই বিরল স্মৃতিলোপের সমস্যায় ভোগেন। কর্পোরেট জীবনযাত্রায় অভ্যস্ত ড্যানিয়েলেরও নিজের পেশা ঘিরে চলত নানা মানসিক চাপ, কাজেরও চাপ ছিল যথেষ্টই। তবে চিকিৎসকদের মতে তাঁর মনের উপর চাপ একটু বেশি বেশিই পড়েছিল। নয়তো একসঙ্গে ২০ বছরের স্মৃতি বিলোপ হয়তো পেত না।

Related posts

হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসেছিলো! সিন্ করতেই বিপদে পরে গেলেন এই স্কুল শিক্ষক

News Desk

এই দেশে বিয়ের পিড়িতে বসার আগে করতে হয় কোর্স, বাধ্যতামূলক সরকারি শংসাপত্র

News Desk

বাপের বাড়ি থেকে কিছুতেই ফিরছেন না স্ত্রী! শ্বশুরবাড়িতে পৌঁছে মর্মান্তিক কান্ড ঘটালেন স্বামী

News Desk