নতুন রূপে ফিরে এসেছে করোনাভাইরাস। দেশ জুড়ে কোভিড- এর দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল দেশবাসী। এই নতুন করোনা ভাইরাস-এর সংক্রমনে বেশীর ভাগ রুগীর মধ্যেই এবারে দেখা দিচ্ছে শ্বাস কষ্টের প্রবনতা। দেওয়ায় দরকার পরছে অক্সিজেন। এমন অবস্থায় দেশ জুড়ে দেখা দিয়েছে অক্সিজেনের আকাল। বিভিন্ন রাজ্যে একাধিক হাসপাতালে ঘটে চলেছে রোগীর মৃত্যু। কোরানার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে বেশী দুরবস্থা দেখা গিয়েছে মহারাষ্ট্র, দিল্লি, পাঞ্জাব, গুজরাট এবং মধ্যপ্রদেশের। অক্সিজনের অভাবে সেখানে করোনা চিকিৎসার অবস্থা খুবই খারাপ। বাংলাতেও দৈনিক আক্রান্ত সংখ্যা হুহু করে বাড়ছে। অক্সিজেন সংকটকে সামাল দিতে বিদেশ থেকে আনানো হচ্ছে অক্সিজেন প্লান্ট। এই কাজে সাহায্য বিশেষ ভূমিকা নিয়েছে ভারতীয় বায়ুসেনা। এমন পরিস্থিতিতে অক্সিজেনর অভাব পূরণ করতে বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। দেশ জুড়ে ৫৫১ টি অক্সিজেন প্লান্ট তৈরির কথা জানালেন তিনি।
শুধুমাত্র প্লান্ট তৈরীর ঘোষণাই নয়, যাতে করে এই প্লান্টগুলি খুব দ্রুতই তৈরি সমাপ্ত হয় তার জন্য প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করতে বলেছেন। তবে এখনো পর্যন্ত এই প্লান্ট তৈরীর নির্মানে কোনো সময়সীমা বেধে দেননি প্রধানমন্ত্রী। গতবছর পিএম কেয়ার্স ফান্ডের উপযোগিতা নিয়ে নেট দুনিয়ায় নানা সমালোচনা হলেও, এই বছর দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৫৫১ টি মাইক্রো অক্সিজেন প্লান্ট তৈরির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সকলে।