Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
স্বাস্থ্য

রাত দেরিতে ঘুমোনোর অভ্যাস, প্রভাব ফেলতে পারে আপনার যৌনসঙ্গমে গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য।

করোনা লকডাউনে প্রত্যেকে দম্পতিরা আগের থেকে বেশি পরিমাণে যৌনসঙ্গমে মেতে উঠেছেন । সেক্স এমনই এক বিষয় যা ঘিরে প্রত্যেকের মনেই আলাদা রকমের ফ্যান্টাসি রয়েছে। কিন্তু আপনি জানেন কি, আপনার ঘুমের সঙ্গে আপনার যৌনজীবনের এক গভীর সম্পর্ক লুকিয়ে রয়েছে। কথাটা শুনে কি অবাক হচ্ছেন। তা হলেও কিন্তু এটাই সত্যি। আপনি কখন ঘুমোতে যাচ্ছেন তার উপরই নির্ভর করেছ আপনার যৌনজীবন। তেমনটাই দাবী করলো শিকোগো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের গবেষণায় তেমন কিছু চমকপ্রদ তথ্যই প্রকাশ্যে এসেছে, যা শুনলে চমকে যাবেন আপনিও। 

যৌনতা নিয়ে মানুষের মনে সব যুগেই রয়েছে অনেক রকম কল্পনা। প্রত্যেকটা মানুষ যৌনতার বিষয়ে একে অন্যের থেকে আলাদা। একেকজন একেক রকমভাবে যৌনতাকে উপভোগ করে। কিন্তু কিছু গবেষকদের বক্তব্য ব্যাক্তি বিশেষের ঘুমানোর প্রকারভেদের সাথে প্রেম ও যৌনজীবন প্রভাবিত হয়।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণায় জানা গেছে যে, সাধারণত গভীর রাতে ঘুমোতে যাওয়া মানুষদের ব্যাক্তিগত সম্পর্ক খুব বেশিদিন স্থায়ী হয় না। তারা নিজেদের সম্পর্ককে অত্যাধিক গুরুত্ব দেন না।

যারা বেশী দেরি করে ঘুমাতে যান, তারা সাধারণ দেরি করেই ঘুম থেকে ওঠেন। তবে সমীক্ষায় দেখা গেছে তাদের যৌনমিলন অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়।

দেখা গেছে শারীরিক মিলনের সময় তাদের যৌনচাহিদা অনেক বেশি থাকে। সমীক্ষায় দেখা গেছে, এরা একই দিনে দুই থেকে তিনবার পর্যন্ত  সক্ষমে লিপ্ত হতে পারেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় আরও দেখা গেছে, যারা  রাতে ঘুমোতে যান, এবং খুব তাড়াতাড়ি উঠে পড়েন তারা নিজেদের সম্পর্কে অনেক বেশি যত্নবান। তাদের এই যত্ন তাদের যৌনমিলনের ক্ষেত্রেও দেখা যায়। যা তাদের সঙ্গীকে অনেক বেশি সুখী করে।

Related posts

হৃদরোগের ঝুঁকি ? অবশ্যই এড়িয়ে যাবেন যে সমস্ত খাবার

News Desk

পুজোর কদিন অনিয়ম আর খাওয়া দাওয়ায় ওজন বেড়েছে? এই উপায়ে শরীরকে ডেটক্স করুন।

News Desk

শরীরে এই সমস্ত উপসর্গ দেখা মাত্রই রক্তে সুগারের মাত্রা পরীক্ষা করান! হতে পারে ডায়াবিটিসও

News Desk