Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

অ্যাডহক বোনাস মিলতে চলেছে কেন্দ্রীয় কর্মচারীদের! কারা আসবে এর আওতায়? জানুন

এই অর্থবর্ষ অর্থাৎ ২০২০-২০২১ কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের একের পর এক চমক দিয়েছেন, কম বেশি সবাই খুশি এবার নন প্রোডাক্টভিটি লিংকড বোনাস বা অ্যাডহক(ad-hoc) বোনাস মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার। এমনকি প্যারা মিলিটারি বা সেন্ট্রাল আর্মড ফোর্সের কর্মচারীরাও এর অধীনে পড়ছেন এমনটা মন্ত্রীসভার তরফে জানানো হয়েছে। তাছাড়াও মনে রাখা দরকার যে সপ্তম পে কমিশনের ঘোষণার সময়েও কেন্দ্রীয় সরকার প্রোডাক্টিভিটি লিংকড বোনাসের ঘোষণা করেছিল। প্রায় ৭৮ দিনের পারিশ্রমিকের সমান বোনাস দেওয়া হয়েছিল প্রায় লক্ষ ১ রেলের কর্মচারীদের। যত নন-গেজেটেড সরকারি কর্মচারী আছেন তারা প্রত্যেকেই এই বোনাস পাবেন এমনটাই কেন্দ্রীয় সরকার সূত্রে খবর৷ কিন্তু তখন রেলের সিকিউরিটি ফোর্সের কর্মীদের দেওয়া হয়নি এই বোনাস তবে এখন দেওয়া হবে ।

Armed Force এবং প্যারা মিলিটারিতে কর্মরত সরকারি কর্মচারীরাও আজকের এই নয়া বোনাসে যুক্ত হয়েছেন। এই বোনাসের অধীনে টাকা পাবেন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সমস্ত বিভাগের গ্রুপ সি এবং সমস্ত গ্রপ বি এর নন-গেজেটেড কর্মচারীরাও। অবশ্য এই বোনাসে টাকার পরিমাণ কম Productivity Linked Bonus এর তুলনায়। 18000 টাকা পাওয়ার কথা সরকারি কর্মচারীদের PLB অনুযায়ী। কিন্তু এই টাকার পরিমাণ 7000 টাকা Non-PLB বোনাস অনুযায়ী।

you can get 36 thousand by investing just 55 rupees per month

ন্যূনতম শর্ত কী এই বোনাস পাওয়ার? 2020-21 সালে অন্তত ছয় মাস চাকরি করেছেন এবং একইসঙ্গে অন্তত মার্চের 31 তারিখ অবধি কর্মরত ছিলেন এমনটা হলেই এই বোনাস পাবেন এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। পাশাপাশি যে সকল ক্যাজুয়াল লেবার (Casual Labour) কেন্দ্রীয় সরকারের আওতাধীন 240 দিন সপ্তাহে টানা ছ’দিন করে কাজ করেছেন, এই বোনাস পাবেন তাঁরাও।

Related posts

মোবাইলে অশ্লীল ভিডিও দেখতে জোরাজুরি স্ত্রীকে! রাজি না হওয়ায় যা করলেন স্বামী…

News Desk

চেনেন ও না! এদিকে মহিলাকে ১৯ কোটি টাকার মালকিন বানালেন অজ্ঞাত পরিচয় ব্যক্তি!

News Desk

সপ্তাহের কোন কোন দিনে কোনো নারীর মধ্যে যৌনইচ্ছা বৃদ্ধি পায়, জানাল গবেষণা

News Desk