অদ্ভুত দর্শন কত না জানি প্রাণী মাঝে মধ্যেই দেখা যায় সোশ্যাল মিডিয়াতে। “বিপুলা এ বিশ্বের কতটুকু জানি” …। বৈচিত্র্যময় প্রাণীজগতের নানান প্রানী যদি কখনো কোনো না কোনো কারণে মানুষের চোখের সামনে এসে পড়ে তাহলে তাই ঘিরে মানুষের কৌতুহলের অন্ত থাকে না। তেমনই এক আশ্চর্য প্রাণী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এক নতুন বেশ আজব দর্শন প্রাণীর আবির্ভাব ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়খণ্ডের ধানবাদে। সম্প্রতিক ঝাড়খন্ডের ধানবাদে এক মৎস্যজীবীদের জালে অদ্ভুত প্রজাতির মাছ ধরা পড়েছে। এই প্রাণীর শরীরের আকৃতি বেশ অদ্ভুত। যেন দুটি জলের প্রাণীর মিশ্রণ সে। তার দেহ মাছের আকৃতির হলেও মুখ মন্ডল কুমিরের মতো। এমনকি তার শরীরে কুমিরের গায়ের মতোই ডোরা ডোরা দাগ ফুটে উঠেছে। এমন মাছের দেখা মিলতে কার্যত মৎসজীবী থেকে এলাকার বাসিন্দাদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে।
আসলে, এই জলের প্রাণীটির দেহ, যা দেখতে অনেকটাই মাছের মতো, অবশ্য মুখটি মাছ নয় মিল খায় কুমিরের সাথে। শরীরে ফুটে ওঠা দাগ গুলির সাথে সাদৃশ্য কুমীরেরই বেশী। সবকিছু মিলিয়ে বেশ আশ্চর্যজনক দেখতে প্রাণীটি। আর এমনই এক প্রাণীকে দেখে রীতিমত অবাক এলাকার মানুষজন। এখন এই বিশেষ মাছই ধানবাদের সাধারণ মানুষের মধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
জেলেরা প্রতিদিনের মতো মাছ ধরছিলেন ধানবাদের গোবিন্দপুর ব্লকের অমরপুর পঞ্চায়েতের আমলতাদ গ্রামে। ঠিক তখনই , এই অদ্ভুত প্রাণী জেলেদের জালে ধরা পড়ে মাছের মতো দেখতে। সকলে বিস্ময়ে অবাক হয়ে যান জাল থেকে মাছ হিসেবে এই অদ্ভুত প্রাণীটিকে বের করে আনলে। এই প্রাণীর দেহ মাছের কিন্তু মাথাটি কুমিরের মতো যা উপস্থিত মৎস্যজীবীরা দেখেন। এই ঘটনাটি নিকটবর্তী গ্রামের লোকদের জানান মৎস্যজীবীরা। দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে এই খবর পুরো এলাকায়। এই অদ্ভুত প্রাণীটিকে দেখতে দূর -দূরান্ত থেকে মানুষ আসছে। উপস্থিত জনতা বলছেন এরকম প্রাণী কখনই দেখেননি তারা। গ্রামবাসীদের মধ্যে নানা আলোচনা চলছে এই অদ্ভুত মাছ নিয়ে। এই মাছ দেখতে দূর -দূরান্ত থেকে মানুষ আসছে। স্থানীয় জনতা এই প্রাণীর নাম দিয়েছে কুমির মাছ ।