Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

পুজোয় অতিরিক্ত ভীড় সামলাতে মাঝরাতের পর চলবে ট্রেন! জেনে নিন ঘোষিত সময়সূচি

পুজোয় (Durga Puja 2021) দর্শনার্থীদের বাঁধভাঙা ভিড় দেখে গভীর রাতে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল (Indian Railways)। ষষ্ঠীর দিন দুপুর থেকেই শহরতলির ট্রেনে ভিড়। গ্রাম ও মফঃস্বল থেকে শহরে আসছেন দর্শনার্থীরা। গত বছর কোভিডের চরম ধাক্কায় বিপর্যস্ত ছিল জনজীবন। লোকাল ট্রেন ছিল বন্ধ। এবারও পুরোপুরি স্বাভাবিক হয়নি লোকাল ট্রেন চলাচল। তা সত্ত্বেও এবার জনজোয়ার আছড়ে পড়েছে শহরে। হাওড়া, শিয়ালদহমুখী ট্রেনে ভিড়। এই ভিড় দেখেই রাতের ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে হাওড়া ডিভিশন। শিয়ালদহ ডিভিশন পুরোপুরি সিদ্ধান্ত না নিলেও প্রয়োজন হলেই রাতে ট্রেন চালাবে। এজন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে ডিভিশন।

হাওড়ার সিনিয়র ডিভিশন্যাল অপারেশন ম্যানেজার রোশন কুমার জানাচ্ছেন, ”কোভিড শুরুর আগের বছর অর্থাৎ ২০১৯ সালে পুজোয় গভীর রাতে যত ট্রেন চলেছিল এবার তার থেকে বেশি ট্রেন চালানো হবে। ওই বছর আটটি ট্রেন গভীর রাতে চলেছিল বিভিন্ন শাখায়। এবার বারোটি ট্রেন চলবে। ট্রেনের সংখ্যা এখন কম তাই ট্রেনের ‘ব্যালান্সিং’ রক্ষায় বাড়তি চারটি ট্রেন চলবে এবার সপ্তমী থেকে নবমী পর্যন্ত।”

হাওড়া থেকে রাত ১২.৪৫ বর্ধমান মেন শাখার জন্য একটি ট্রেন ছাড়বে। সেটি ৩.১০ মিনিটে বর্ধমান পৌঁছবে। বর্ধমান থেকে হাওড়ার উদ্দেশে রাত ৯.৩০ মিনিটে ছাড়বে একটি ট্রেন। যা ১২.০৫ মিনিটে হাওড়া পৌঁছবে। হাওড়া থেকে বর্ধমান কর্ড লোকাল ছাড়বে ১.১৫ মিনিটে। বর্ধমান থেকে হাওড়ার উদ্দেশে একটি ট্রেন ছাড়বে রাত ১০.৩০-এ। রাত ১টা, ১.৫০ ও ২.৫০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে তিনটি ব্যান্ডেল লোকাল। ব্যান্ডেল থেকে হাওড়ার উদ্দেশেও ছাড়বে তিনটি ট্রেন। সেগুলি ছাড়বে রাত ১১.৩০, ১২.৩০ ও ১.৩০-এ। শেওড়াফুলির থেকে রাত ১২.৩০টার সময় তারকেশ্বরের উদ্দেশে ছাড়বে একটি ট্রেন। তারকেশ্বর থেকে হাওড়ার উদ্দেশে আরও একটি ট্রেন ছাড়বে রাত ১১.১০ মিনিটে।

হাওড়া থেকে রাত ১২.৪৫ বর্ধমান মেন শাখার জন্য একটি ট্রেন ছাড়বে। সেটি ৩.১০ মিনিটে বর্ধমান পৌঁছবে। বর্ধমান থেকে হাওড়ার উদ্দেশে রাত ৯.৩০ মিনিটে ছাড়বে একটি ট্রেন। যা ১২.০৫ মিনিটে হাওড়া পৌঁছবে। হাওড়া থেকে বর্ধমান কর্ড লোকাল ছাড়বে ১.১৫ মিনিটে। বর্ধমান থেকে হাওড়ার উদ্দেশে একটি ট্রেন ছাড়বে রাত ১০.৩০-এ। রাত ১টা, ১.৫০ ও ২.৫০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে তিনটি ব্যান্ডেল লোকাল। ব্যান্ডেল থেকে হাওড়ার উদ্দেশেও ছাড়বে তিনটি ট্রেন। সেগুলি ছাড়বে রাত ১১.৩০, ১২.৩০ ও ১.৩০-এ। শেওড়াফুলির থেকে রাত ১২.৩০টার সময় তারকেশ্বরের উদ্দেশে ছাড়বে একটি ট্রেন। তারকেশ্বর থেকে হাওড়ার উদ্দেশে আরও একটি ট্রেন ছাড়বে রাত ১১.১০ মিনিটে।

Related posts

বিয়ের করার পরেই দম্পতিরা পড়েন সেক্স বিষয়ক নানা সমস্যায়? সমীক্ষায় উঠে এল তথ্য

News Desk

চকলেট ভেবে পাঁচ বছরের শিশু খেয়ে ফেলল ‘যৌনতা বর্ধক ট্যাবলেট’! প্রতিক্রিয়ায় হতবাক চিকিৎসকেরাও

News Desk

মৃতদের প্রমাণ গোপন করতে ভ্রাম্যমাণ শ্মশান চুল্লি নিয়ে ঘুরছে রাশিয়ার ফৌজ: রিপোর্ট

News Desk