Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কেন কুরুক্ষেত্রকেই মহাভারতের যুদ্ধের ময়দান হিসাবে বাছা হয়েছিল! জানেন

মহাভারতের যুদ্ধ যে কুরুক্ষেত্রের ভূমিতে হয়েছিল, তা আমরা সবাই জানি। ১৮ দিন ধরে চলা প্রচণ্ড যুদ্ধে প্রাণ গিয়েছিল বেশিরভাগ যোদ্ধারই। কৌরব ও পাণ্ডবদের মধ্যে এই যুদ্ধে ভাইয়ের হাতে ভাইয়ের প্রাণ যায়। মহাভারতের যুদ্ধ ছাড়া এই রকম রক্তক্ষয়ী ভয়াবহ সংঘর্ষ আর প্রত্যক্ষ করেনি কুরুক্ষেত্র।
আজ আমরা আলোচনা করব, কেন মহাভারতের যুদ্ধের জন্য কুরুক্ষেত্রের ময়দানকেই বেছে নেওয়া হয়। মহাভারতের যুদ্ধ কোথায় হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছিল শ্রীকৃষ্ণের ওপরে। দুর্যোধন ও তাঁর সঙ্গীদের পাপকাজে অস্থির হয়ে কৃষ্ণ ঠিক করেছিলেন যে এই যুদ্ধেই অধর্মের বিনাশ করে তিনি ধর্ম প্রতিষ্ঠা করবেন। তাই যে কোনও মূল্যে এই যুদ্ধে কৌরবদের বিনাশ তাঁকে নিশ্চিত করতেই হত।

শ্রীকৃষ্ণের মনে হয়েছিল যে যুদ্ধে কৌরব ও পাণ্ডবপক্ষের একের পর এক সদস্যকে একে অন্যের দ্বারা হত হত দেখে দুই পক্ষ যুদ্ধ ছেড়ে সন্ধির পথে হাঁটতে পারে। প্রচণ্ড রক্ত ও সংঘর্ষ দেখে ভাইয়ে ভাইয়ে হারানো প্রীতি আবার ফিরে আসতে পারে। কিন্তু তা যাতে না হয়, তা নিশ্চিত করতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ।

সেই কারণে যুদ্ধের জন্য তিনি এমন প্রান্তর চেয়েছিলেন যেখানে ভাইয়ের হাতে ভাইয়ের প্রাণনাশের ইতিহাস রয়েছে। ভাইয়ের আঘাতে ভাইয়ের বুক থেকে বেরনো রক্তের দাগের কলঙ্ক কৌরব ও পাণ্ডবদের মধ্যে প্রীতি জাগাতে পারবে না, এমন প্রান্তর চেয়েছিলেন কৃষ্ণ। তাই তিনি বিভিন্ন স্থানে লোক পাঠিয়েছিলেন খোঁজ নিতে। তাঁরই এক চর এসে তাঁকে কুরুক্ষেত্রের প্রান্তরের ইতিহাস জানান।

কুরুক্ষেত্রের ময়দানে একবার এক বড় দাদা তার ছোট ভাইকে ডেকে চাষের ক্ষেতে বাঁধ দিতে বলে। না হলে সব জল তার জমিতে ঢুকে যাচ্ছে। ছোট ভাই বাঁধ দিতে অস্বীকার করলে দাদা রেগে গিয়ে ভাইকে মেরে তার মৃতদেহ টেনে নিয়ে গিয়ে জলের মুখে আটকে বাঁধ দেয়। এই ঘটনার কথা শুনে শ্রীকৃষ্ণ স্থির করেন যে সেখানেই হবে মহাভারতের যুদ্ধ।

Related posts

রথযাত্রা কেন হয় জানেন? কোন পৌরাণিক উপাখ্যান লুকিয়ে আছে? জানুন রথযাত্রার রহস্য

News Desk

ইনস্টাগ্রামে অশ্লীল রিল ভিডিও তৈরী! এক যুবক সহ দুই অষ্টাদশী তরুনীকে গ্রেফতার করল পুলিশ

News Desk

প্রেমিকের সঙ্গে ঘরে আপত্তিকর অবস্থায় দেখে ফেললেন দিদা! এরপর যা কাণ্ড ঘটালো নাতনি…

News Desk